গাজীপুর মহানগরীর পূবাইলে ঝুটের গুদামে আগুনের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের তিন ঘণ্টায়র চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও চারটি গুদামে থাকা বিপুল পরিমাণ মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।
শনিবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে হায়দাবারাদ এলাকার ঝুট ব্যবসায়ী কাইয়ুমের গুদামে প্রথমে আগুনের সূত্রপাত ঘটে।
স্থানীয়রা জানান, রাতে চারটি ঝুট গুদামে ছড়িয়ে পড়া আগুন দাউ দাউ করে জ্বলতে থাকে। আগুন পাশের মিজান ও আব্দুল আজিজের গুদামে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা প্রথমে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। পরে আগুনের ব্যাপকতা বাড়ায় ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। টঙ্গি ফায়ার সার্ভিসের তিনটি ও জয়দেবপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট একযোগে অগ্নিনির্বাপণের কাজ করে।
জানা যায়, আগুন যেন পাশের বাসা-বাড়ি এবং অন্য গুদামে ছড়িয়ে না পড়ে, সেটাকে অগ্রাধিকার দিয়ে অগ্নিনির্বাপণ কাজ করা হয়। পাশের পুকুর থেকে চারটি পাম্পের মাধ্যমে পর্যাপ্ত পানি সরবরাহ পেলেও গুদামের ভেতর ফেব্রিকসসহ ধার্য পদার্থ থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়েছে।
ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ মামুন বলেন, ‘খবর পেয়েই আমরা ঘটনাস্থলে এসে নির্বাপণের কাজ শুরু করি। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর জানা যাবে।’
জেএইচআর