ভারতের মেঘালয় থেকে নিহত বাংলাদেশির লাশ সীমান্ত দিয়ে হস্তান্তর

কলমাকান্দা (নেত্রকোণা) প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ১৭, ২০২৫, ০৯:২৪ পিএম
ভারতের মেঘালয় থেকে নিহত বাংলাদেশির লাশ সীমান্ত দিয়ে হস্তান্তর

ভারতের মেঘালয় থেকে নিহত এক বাংলাদেশি নাগরিকের লাশ বিএসএফ ও বিজিবির মাধ্যমে কলমাকান্দা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

রোববার দুপুর ১টার দিকে মেইন ফিলার ১১৮৮ সংলগ্ন মহেশখোলা বিওপি এলাকা দিয়ে লাশটি হস্তান্তর করা হয়। নিহত ব্যক্তির নাম মো. আকরাম হোসেন (৩২)। 

তিনি শেরপুর জেলার ঝিনাইগাতি উপজেলার বাঁকাকুড়া গ্রামের মৃত জহির উদ্দীনের ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, আকরাম গত ১০ আগস্ট মেঘালয়ের দক্ষিণ-পশ্চিম খাসি হিলস জেলায় সীমান্ত অতিক্রমের সময় অপহরণের চেষ্টায় জড়িত ছিলেন বলে অভিযোগ পাওয়া যায়। এ সময় স্থানীয়রা তাকে গণপিটুনি করে গুরুতর আহত করেন। পরে হাসপাতালে নেওয়ার পর আকরামের মৃত্যু হয়।

মেঘালয় পুলিশ ঘটনার তথ্য ভারতীয় কর্তৃপক্ষের মাধ্যমে বাংলাদেশি পুলিশ প্রশাসনকে জানায়। পরবর্তীতে ভারতীয় পুলিশ লাশটি বিএসএফের কাছে হস্তান্তর করেন। বিএসএফ ও বিজিবির সমন্বয়ে লাশটি কলমাকান্দা থানার পুলিশের কাছে পৌঁছে।

নিহত আকরামের ভাই শেখ ফরিদ বলেন, “আমার ছোট ভাইয়ের মৃত্যুর খবর প্রথমে ফেসবুকের মাধ্যমে জানতে পারি। এরপর থেকে বিজিবি ও ঝিনাইগাতি থানা পুলিশের সঙ্গে যোগাযোগ রাখছি। ভারতীয় কর্তৃপক্ষের মাধ্যমে লাশ দেশে ফেরানো হয়েছে, এজন্য বিএসএফ, বিজিবি এবং পুলিশ প্রশাসনের প্রতি কৃতজ্ঞ। তবে আমাদের পরিবার শোকে ভেঙে পড়েছে। প্রশাসনের কাছে অনুরোধ, যেন আইনানুগ প্রক্রিয়া শেষে লাশ দ্রুত আমাদের হাতে পৌঁছানো হয় এবং ভবিষ্যতে এ ধরনের মর্মান্তিক ঘটনা যেন না ঘটে।”

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফুর রহমান জানান, “বিএসএফ ও বিজিবির সমন্বয়ে লাশ আমাদের কাছে হস্তান্তর করা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে নিহতের পরিবারকে লাশ হস্তান্তরের ব্যবস্থা করা হবে।”

ইএইচ