পঞ্চগড়ের দেবীগঞ্জে প্রেম বিষয়ক বিরোধের কারণে বিশ্ববিদ্যালয় ছাত্র জিতু রায় (২৭) আত্মহত্যা করেছেন। তিনি উপজেলার ব্রহ্মোত্তর সুন্দরদিঘী এলাকার তারিনি রায়ের ছেলে এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের দশম ব্যাচের ছাত্র ছিলেন।
শনিবার রাতে জিতু ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। এরপর পরিবারের সদস্যরা তাঁকে খুঁজতে গিয়ে বাড়ির বাইরে একটি আমগাছে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।
পরে তাকে ঠাকুরগাঁও হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
পুলিশ জিতুর তিন পৃষ্ঠার সুইসাইড নোট উদ্ধার করেছে। নোটে তিনি উল্লেখ করেছেন, প্রেমিকার সঙ্গে পাঁচ বছরের সম্পর্ক ভেঙে যাওয়ায় এই সিদ্ধান্ত নিয়েছেন।
দেবীগঞ্জ থানার ওসি সোয়েল রানা জানান, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
ইএইচ