নাগরপুরে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ১৮, ২০২৫, ০৩:২০ পিএম
নাগরপুরে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

“অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি”— এ প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের নাগরপুরে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা, বর্ণাঢ্য র‌্যালি, পোনা মাছ অবমুক্তকরণ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে সোমবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠান শুরু হয় কোরআন তেলাওয়াতের মাধ্যমে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আরাফাত মোহাম্মদ নোমান।

সভাপতিত্ব করেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মাসুম বিল্লাহ। আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়। 

পরে উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত পুকুরে অতিথিরা মাছের পোনা অবমুক্ত করেন। এসময় দুজন সফল মৎস্যচাষীকে বিশেষ পুরস্কার প্রদান করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপজেলা কৃষি কর্মকর্তা এস. এম. রাশেদুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল মোমেন, উপজেলা হিসাব কর্মকর্তা আনোয়ার হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী মো. শফিউর রহমান জোয়ার্দ্দার, সহকারী প্রোগ্রামার ও ইউনিয়ন পরিষদের প্রশাসক মো. হাবিবুর রহমান, বিআরডিবি চেয়ারম্যান আহম্মেদ আলী রানা, ইসলামী আন্দোলন বাংলাদেশ নাগরপুর উপজেলা শাখার সভাপতি মো. বাবুল হোসেন ও সেক্রেটারি মুফতি আল-আমীন কাসেমী।

এছাড়া বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, মৎস্যচাষী, উপজেলা দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

ইএইচ