নরসিংদীতে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

নরসিংদী প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ১৮, ২০২৫, ০৬:০৭ পিএম
নরসিংদীতে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

“অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি” এই স্লোগানকে সামনে রেখে ১৮ আগস্ট (সোমবার) থেকে ২৪ আগস্ট ২০২৫ পর্যন্ত সাতদিনব্যাপী জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উদযাপিত হচ্ছে।

সোমবার সকাল ১০টায় নরসিংদী জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে মৎস্য সপ্তাহের উদ্বোধন করেন। এরপর এক আলোচনা সভার আয়োজন করা হয়।

সভায় নরসিংদী জেলা মৎস্য কর্মকর্তা মো. ফয়সাল আযম সভাপতিত্ব করেন। 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী সিভিল সার্জন ডা. সৈয়দ আমিরুল হক শামীম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু তাহের মো. সামসুজ্জামান এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা জাহান সরকার।

সকাল ১১টায় নরসিংদী শহরের থানা ঘাটসহ মেঘনা নদীতে মাছের পোনা অবমুক্ত করা হয়। এ উপলক্ষে ইতিপূর্বে এক বর্ণাঢ্য র‌্যালিও অনুষ্ঠিত হয়।

ইএইচ