মৌলভীবাজারের বড়লেখায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ পালন করা হয়েছে।
এ উপলক্ষে উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে র্যালি, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও মাছের পোনা অবমুক্তকরণ অনুষ্ঠিত হয়।
সোমবার বড়লেখা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা কৃষিবিদ মিছবাহ উদ্দিন আফজলের সভাপতিত্বে উপজেলা চত্বরে র্যালি শেষে পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়।
পরে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বড়লেখা থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান মোল্লা, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের প্রকৌশলী কামরুল হাসান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাওলাদার আজিজুল ইসলাম, বড়লেখা জামায়াতের আমির এমদাদুল ইসলাম, বড়লেখা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রব এবং বাংলাদেশ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. রুয়েল কামাল।
এছাড়া আরও অনেকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
ইএইচ