মধুপুরে নিষিদ্ধ চায়না জাল ধ্বংস করেছে উপজেলা প্রশাসন

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ১৮, ২০২৫, ০৫:০০ পিএম
মধুপুরে নিষিদ্ধ চায়না জাল ধ্বংস করেছে উপজেলা প্রশাসন

টাঙ্গাইলের মধুপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২০টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করা হয়েছে।

সোমবার দুপুরে হাওদা বিলের সেতু-সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জুবায়ের হোসেন। 

পরে জব্দকৃত জালগুলো আগুনে পুড়িয়ে ফেলা হয়।

উপজেলা প্রশাসন জানায়, চায়না জাল জলজ জীববৈচিত্র্যের জন্য মারাত্মক হুমকি। তাই নদী-বিল ও প্রাকৃতিক জলাশয়ের জীববৈচিত্র্য সংরক্ষণে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

ইএইচ