কুড়িগ্রামে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

সাইফুল ইসলাম, কুড়িগ্রাম প্রকাশিত: আগস্ট ১৮, ২০২৫, ০৭:৫০ পিএম
কুড়িগ্রামে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’ প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ পালিত হয়েছে। 

এ উপলক্ষে মাছের পোনা অবমুক্তকরণ, র‍্যালি এবং আলোচনা সভার আয়োজন করা হয়।

সোমবার দুপুরে জেলা প্রশাসক নুসরাত সুলতানা জামে মসজিদ পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন। 

এরপর জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালী শহর প্রদক্ষিণ করে। র‍্যালি শেষে জেলা প্রশাসকের স্বপ্নকুঁড়ি সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়, যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করেন জেলা প্রশাসক নুসরাত সুলতানা।

আলোচনা সভার শেষে তেলাপিয়া ও কার্প চাষিদের মাঝে সফল মৎস্যচাষীদের জন্য পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মাহফুজুর রহমান, জেলা মৎস্য কর্মকর্তা মোক্তাদির খান, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা হাবিবুর রহমান, জেলা বিএনপির যুগ্ন সম্পাদক অধ্যাপক হাসিবুর রহমান, এনসিপির জেলা সমন্বয়ক মুকুল মিয়া এবং সাবেক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহ্বায়ক আবদুল আজিজ নাহিদসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ইএইচ