সোনারগাঁয়ে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত

পনির ভুইয়া, সোনারগাঁ প্রকাশিত: আগস্ট ১৮, ২০২৫, ০৫:৫৪ পিএম
সোনারগাঁয়ে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত

"অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি" প্রতিপাদ্যকে সামনে রেখে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ পালিত হয়েছে।

এ উপলক্ষে সোমবার সকালে বর্ণাঢ্য র‌্যালি, পোনা মাছ অবমুক্তকরণ, আলোচনা সভা ও সফল মৎস্যচাষীদের মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজন করা হয়।

জাতীয় মৎস্য সপ্তাহ আগামী ২৪ আগস্ট পর্যন্ত চলবে এবং এ সময়ে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহমুদা আকতার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার ফারজানা রহমান। 

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সহকারী কমিশনার ভুমি মন্জুরুল মোর্শেদ ও ফাইরুজ তাসনিম, সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রাশেদ খান, মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন সুলতানাসহ অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে উপজেলার সফল মৎস্যচাষীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

ইএইচ