দীর্ঘ ২৩ বছর পর ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে আনন্দঘন পরিবেশে শিক্ষক পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে প্রত্যক্ষ ভোটের মাধ্যমে এ নির্বাচন সম্পন্ন হয়।
নির্বাচন পরিচালনা করেন শিক্ষক পরিষদের সভাপতি ও কলেজের অধ্যক্ষ প্রফেসর শাহ মো. মাসুম বিল্লাহ।
আনন্দঘন পরিবেশে শিক্ষকরা স্বতঃস্ফূর্তভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট শেষে শিক্ষকদের উপস্থিতিতে গণনা সম্পন্ন হয়।
নির্বাচনে সম্পাদক পদে অর্থনীতি বিভাগের প্রভাষক মো. নাছির উদ্দিন, সহ-সম্পাদক পদে সমাজকর্ম বিভাগের প্রভাষক রোমেনা সুলতানা এবং কোষাধ্যক্ষ পদে আইসিটি বিভাগের প্রভাষক মো. মোবারক করিম খান নির্বাচিত হন।
ইএইচ