পাবনার টেবুনিয়ায় বিএডিসি শ্রমিকদের বিভিন্ন দাবিতে বিক্ষোভ ও কর্মবিরতি

সফিক ইসলাম, পাবনা প্রকাশিত: আগস্ট ১৮, ২০২৫, ০৬:৫৬ পিএম
পাবনার টেবুনিয়ায় বিএডিসি শ্রমিকদের বিভিন্ন দাবিতে বিক্ষোভ ও কর্মবিরতি

পাবনার টেবুনিয়ায় অবস্থিত বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনে (বিএডিসি) কর্মরত শ্রমিকরা বিভিন্ন দাবিতে বিক্ষোভ সমাবেশ ও কর্মবিরতি পালন করেছেন।

সোমবার সকাল ১০টায় টেবুনিয়া বাজার সংলগ্ন বিএডিসি উপপরিচালকের কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ শুরু হয়ে টেবুনিয়া ডাল ও তেলবীজ খামার ও বীজ গুদামে গিয়ে শেষ হয়।

শ্রমিক নেতারা অভিযোগ করেন, সম্প্রতি মন্ত্রণালয় কর্তৃক জারি করা “দৈনিক ভিত্তিতে সাময়িক শ্রমিক নিয়োজিতকরণ নীতিমালা-২০২৫” শ্রমিকদের অধিকার খর্ব করছে। তারা নীতিমালা বাতিল করে “কৃষি ফার্ম শ্রমিক নিয়োগ ও নিয়ন্ত্রণ নীতিমালা-২০১৭” বাস্তবায়ন, অনিয়মিত শ্রমিকদের নিয়মিতকরণ এবং প্রতি মাসে ৩০ দিনের হাজিরার দাবিও জানান।

সমাবেশে বক্তব্য রাখেন- টেবুনিয়া বিএডিসি শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. আব্দুল হালিম। তিনি বলেন, “আমরা কৃষিখাতে দীর্ঘদিন ধরে শ্রম দিয়ে আসছি। অথচ এখন আমাদেরকে দৈনিক ভিত্তিতে অস্থায়ী শ্রমিক হিসেবে গণ্য করে নীতিমালা চাপিয়ে দেওয়া হচ্ছে। এটি শ্রমিকদের প্রতি চরম অবিচার। সরকার যদি আমাদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে ব্যর্থ হয়, তবে আমরা অনির্দিষ্টকালের জন্য আন্দোলনে নামতে বাধ্য হব।”

জানিয়েছেন সাধারণ সম্পাদক মো. দিয়ানত আলী, “শ্রমিকদের নিয়মিতকরণ ছাড়া এ প্রতিষ্ঠান টিকবে না। আমরা পরিবার নিয়ে অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছি। শ্রমিকদের দিয়ে প্রতিষ্ঠান চালানো হয়, অথচ শ্রমিকদের জীবনের নিশ্চয়তা দেওয়া হয় না। এ বৈষম্য চলতে পারে না।”

বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে টেবুনিয়া বিএডিসি শ্রমিক ইউনিয়নের বিভিন্ন অফিস ইউনিয়নের সদস্যরা অংশগ্রহণ করেন। শ্রমিকরা তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতি অব্যাহত রাখার ঘোষণা দেন।

ইএইচ