টাঙ্গাইল জেলার শ্রেষ্ঠ ওসি মির্জাপুর থানার রাশেদুল ইসলাম

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ১৮, ২০২৫, ০৭:০৯ পিএম
টাঙ্গাইল জেলার শ্রেষ্ঠ ওসি মির্জাপুর থানার রাশেদুল ইসলাম

টাঙ্গাইল জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা সোমবার (১৮ আগস্ট) পুলিশ লাইনে অনুষ্ঠিত হয়েছে। 

সভায় মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলামকে জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে সম্মাননা প্রদান করা হয়েছে।

জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমানের সভাপতিত্বে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ও অপস) আবিদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শাহ নেওয়াজ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এইচ.এম. মাহবুব রেজওয়ান সিদ্দিকীসহ অন্যান্য কর্মকর্তারা।

ওসি রাশেদুল ইসলামকে মাদক উদ্ধার, ডাকাতি ও হত্যা মামলার রহস্য উদঘাটন, অপরাধ দমন, সেবা প্রদান এবং রেকর্ড সংখ্যক ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তারে গুরুত্বপূর্ণ অবদানের জন্য এই সম্মাননা দেওয়া হয়েছে।

এছাড়া, হত্যা মামলার রহস্য উদঘাটন ও মাদকদ্রব্য উদ্ধার কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদানের জন্য মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. জুয়েল মিয়াকে জেলার শ্রেষ্ঠ কর্মকর্তা হিসেবে নির্বাচিত করা হয়েছে।

এব্যাপারে মির্জাপুর থানার ওসি মুহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, “এ পুরস্কার আমাকে জনগণকে আরও বেশি সেবা দিতে অনুপ্রেরণা জোগাবে। পুলিশ হবে জনগণের বন্ধু। পুলিশ সুপার মিজানুর রহমান স্যারের নির্দেশনায় জনবান্ধব পুলিশের দৃষ্টান্ত স্থাপনে নিরলসভাবে কাজ করে যাচ্ছি।”

উল্লেখ্য, ওসি রাশেদুল ইসলাম ২০২৫ সালের ৫ মে মির্জাপুর থানায় যোগদান করেন।

ইএইচ