কুড়িগ্রামে কাঠের ব্রিজ উদ্বোধন

সাইফুল ইসলাম, কুড়িগ্রাম প্রকাশিত: আগস্ট ১৮, ২০২৫, ০৭:১৩ পিএম
কুড়িগ্রামে কাঠের ব্রিজ উদ্বোধন

কুড়িগ্রাম সদর উপজেলার হলোখানা ইউনিয়নের সন্যাসী মৌজায় কাঁউয়াহাগা ঘাটে কাঠের ব্রিজ উদ্বোধন করেছেন জেলা প্রশাসক নুসরাত সুলতানা।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, “হলোখানা সন্যাসী মৌজার লাখো মানুষের জন্য এই কাঠের ব্রিজ নির্মাণ করা হলো। শিক্ষার্থীরা হাইস্কুল ও কলেজে যাতায়াতের ক্ষেত্রে দ্রুত সুবিধা পাবে। এটি একটি সাময়িক সমাধান; ভবিষ্যতে একটি স্থায়ী ও উন্নত ব্রিজ নির্মাণ করা হবে।” 

তিনি সারোডোব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের স্কুল সামগ্রী বিতরণের সময় স্থানীয় মহিলাদের হস্তশিল্প ও সেলাই প্রশিক্ষণসহ বিভিন্ন সমস্যার কথা শুনে আশ্বাস দেন, “আপনাদের সাত দিনের মধ্যে প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। এছাড়া সকল সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে।”

সোমবার দুপুরে অনুষ্ঠিত অনুষ্ঠানে সন্যাসী মৌজার ৬ নং ওয়ার্ডের প্রায় লাখো মানুষের জন্য কাঠের ব্রিজ উদ্বোধন করা হয় এবং সারোডোব স্কুলের ৭০ জন শিক্ষার্থীর মাঝে স্কুল ব্যাগ, খাতা ও কলম বিতরণ করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদা পারভীন, হলোখানা ইউনিয়ন চেয়ারম্যান রেজাউল করিম রেজা, সাবেক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহ্বায়ক আবদুল আজিজ নাহিদ, ৬ নং ওয়ার্ডের মেম্বার এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও এলাকার মানুষজন।

ইএইচ