রাজশাহীর গোদাগাড়ীতে দুইটি সরকারি হাসপাতালে ২০০ ভায়াল বিষধর সাপের অ্যান্টিভেনম সরবরাহ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহমেদ।
সোমবার বিকেল সাড়ে ৩টায় উপজেলা পরিষদ সভাকক্ষে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতালে অ্যান্টিভেনমগুলো হস্তান্তর করেন।
এ সময় তিনি ভ্যাকসিনগুলো উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ তৌহিদুল ইসলামের হাতে তুলে দেন।
ডা. তৌহিদুল ইসলাম জানান, এখন থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ৩১ শয্যা হাসপাতালে সাপে কাটার রোগীদের অ্যান্টিভেনম ইনজেকশন দেওয়া হবে। তিনি বলেন, অনেকেই সাপে কাটলে প্রথমে ওঝা বা কবিরাজের কাছে নিয়ে যান, এতে রোগীর অবস্থা জটিল হয়ে পড়ে। তখন হাসপাতালে আনার পর চিকিৎসকদের পক্ষে অনেক সময় আর কিছু করার থাকে না। তাই যেকোনো সাপে কাটা রোগীকে অবিলম্বে হাসপাতালে এনে বিনামূল্যে অ্যান্টিভেনম নেওয়ার আহ্বান জানান তিনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদ বলেন, বর্ষা মৌসুমে সাপের উপদ্রব বেড়ে যায়। মানুষের জীবন রক্ষায় সময়মতো চিকিৎসা নিশ্চিত করতে দুইটি সরকারি হাসপাতালে ২০০ ভায়াল অ্যান্টিভেনম সরবরাহ করা হয়েছে। প্রয়োজন হলে ভবিষ্যতেও আরও সরবরাহ করা হবে বলে তিনি জানান।
ইএইচ