মাগুরা স্টেডিয়ামে মঙ্গলবার বিকেলে জেএফএ অনূর্ধ্ব-১৪ বালিকা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলায় খুলনা অনূর্ধ্ব-১৪ দল এক গোলে জয়ী হয়ে শিরোপা অর্জন করে।
খেলা চলাকালীন দুঃখজনক একটি ঘটনায় গুরুতর আহত হন খুলনার খেলোয়াড় জ্যোতি রায়।
খেলার দ্বিতীয়ার্ধে প্রতিপক্ষের সঙ্গে বলের জন্য প্রতিযোগিতার সময় জ্যোতির মাথায় আঘাত লাগে। মাঠে প্রাথমিক চিকিৎসা দেওয়া হলেও মাথায় প্রচণ্ড রক্তক্ষরণ হওয়ায় তাকে দ্রুত মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালের চিকিৎসক কৃষ্ণ দাস জানান, জ্যোতির মাথায় গুরুতর আঘাত লেগেছে এবং তাকে ৮টি সেলাই দেওয়া হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসাধীন আছেন।
আহত খেলোয়াড়কে দেখতে হাসপাতালে যান মাগুরার অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল কাদের। তিনি জ্যোতির দ্রুত সুস্থতা কামনা করেন এবং প্রয়োজনীয় চিকিৎসা সহযোগিতার আশ্বাস দেন। মাগুরা জেলা ফুটবল সংস্থার সদস্য আব্দুর রহিম আহত খেলোয়াড়কে হাসপাতালে পৌঁছে দেন এবং বলেন, “খেলোয়াড়রা দেশের সম্পদ। জ্যোতির দ্রুত সুস্থতার জন্য সর্বোচ্চ চিকিৎসা সহায়তা দেওয়া হচ্ছে।”
ফাইনালে খেলা নির্ধারিত সময়ে গোলশূন্য ড্র হয়, তবে ট্রফি অর্জনে খুলনা দল এক গোলে বিজয়ী হয়। খেলাটি দেখতে জেলা প্রশাসক মো. অহিদুল ইসলাম, পুলিশ সুপারসহ জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা, গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক ও বিপুল সংখ্যক ক্রীড়াপ্রেমী উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, “খেলাধুলা তরুণদের শারীরিক সক্ষমতার পাশাপাশি মানসিক দৃঢ়তা, দলগত কাজের চর্চা ও নেতৃত্ব বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিশেষ করে মেয়েদের খেলাধুলায় অংশগ্রহণ সমাজে সমতা ও সুস্থ সংস্কৃতি প্রতিষ্ঠায় সহায়ক।”
খেলোয়াড়, আয়োজক ও অতিথিরা আশা প্রকাশ করেছেন, এই টুর্নামেন্ট মাগুরা জেলার ক্রীড়াঙ্গনে নতুন দিগন্ত উন্মোচন করবে।
ইএইচ