রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার মাদ্রাসাপাড়া এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে আনুমানিক ৯৫ ঘনফুট অবৈধ সেগুন গোল কাঠ জব্দ করেছে ২৭ বিজিবি মারিশ্যা জোন।
মঙ্গলবার মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকার মাদ্রাসাপাড়া রাবার ফ্যাক্টরী মোড় থেকে সুবেদার মো. মিজানুর রহমানের নেতৃত্বে একটি টহল দল পরিত্যক্ত অবস্থায় এই কাঠ আটক করতে সক্ষম হয়। জব্দকৃত কাঠের আনুমানিক বাজার মূল্য ১,৪২,৫০০ টাকা।
মারিশ্যা জোন কমান্ডার লে. কর্ণেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি জানান, জোনের দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিত চোরাচালান প্রতিরোধ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
এছাড়া, ভবিষ্যতেও এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন।
জব্দকৃত কাঠটি সরকারি নথি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য প্রেরণ করা হয়েছে।
ইএইচ