বাগেরহাটে ৪টি আসন বহালের দাবিতে সড়ক অবরোধ

বাগেরহাট প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ২১, ২০২৫, ০৩:০৬ পিএম
বাগেরহাটে ৪টি আসন বহালের দাবিতে সড়ক অবরোধ

বাগেরহাটে চারটি সংসদীয় আসন বহাল রাখার দাবিতে খুলনা-মাওয়া মহাসড়কের নওয়াপাড়া ও কাটাখালি মোড়ে সড়ক অবরোধ করেছে সর্বদলীয় সম্মিলিত কমিটি।

বৃহস্পতিবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ কর্মসূচি চলে।

সকাল থেকে জেলার বিভিন্ন উপজেলা থেকে সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতাকর্মীরা মিছিলসহ নওয়াপাড়া ও কাটাখালি মোড়ে জড়ো হয়ে চারটি আসন বহালের দাবিতে স্লোগান দেন। অবরোধের কারণে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

এ সময় উপস্থিত ছিলেন- সর্বদলীয় সম্মিলিত কমিটির আহ্বায়ক ও জেলা বিএনপির নেতা এটিএম আকরাম হোসেন তালিম, জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম, জেলা জামায়াতের আমির ও কমিটির সদস্য সচিব মাওলানা রেজাউল করিম, নায়েবে আমির অ্যাডভোকেট শেখ আব্দুল ওয়াদুদ, সেক্রেটারি শেখ মোহাম্মদ ইউনুস, বিএনপি নেতা শেখ শাহেদ আলী রবি ও কামরুল ইসলাম গোড়া। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, বিএনপি, জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সাধারণ মানুষ এ কর্মসূচিতে অংশ নেন।

চার ঘণ্টাব্যাপী অবরোধ চলাকালে শত শত দূরপাল্লার বাস ও পণ্যবাহী যানবাহন মহাসড়কে আটকা পড়ে।

সর্বদলীয় সম্মিলিত কমিটির আহ্বায়ক এটিএম আকরাম হোসেন তালিম বলেন, “বাগেরহাটে দীর্ঘদিন ধরে চারটি আসন রয়েছে। হঠাৎ একটি আসন কমানোর প্রস্তাব অন্যায় ও ষড়যন্ত্রমূলক। আমরা কোনোভাবেই এ প্রস্তাব মেনে নেব না।”

উল্লেখ্য, গত ৩০ জুলাই নির্বাচন কমিশন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাটের চারটি আসনের মধ্যে একটি কমিয়ে তিনটিতে আনার প্রাথমিক প্রস্তাব দেয়। এরপর থেকেই জেলাজুড়ে ক্ষোভ ছড়িয়ে পড়ে। সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতৃত্বে স্মারকলিপি প্রদান, মানববন্ধনসহ নানা কর্মসূচি পালন করা হচ্ছে।

আসন কমানো বা বহাল রাখার বিষয়ে আগামী ২৫ আগস্ট নির্বাচন কমিশনের দপ্তরে শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

ইএইচ