জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম থেকে তিন প্রার্থী বহিস্কার

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ২১, ২০২৫, ০৩:০৯ পিএম
জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম থেকে তিন প্রার্থী বহিস্কার

নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করায় অ্যাডভোকেট রেজাউল করিম খান রেজা, অ্যাডভোকেট শেখ মো. গোলাম মোর্শেদ গালিব এবং নির্বাচন পরিচালনায় থাকা অ্যাডভোকেট কামাল হোসন মোল্লাকে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম থেকে বহিস্কার করা হয়েছে।

বুধবার রাতে ফোরামের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক মো. জিয়াউর রহমান স্বাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তিতে তাদের বহিস্কারের তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তাদের বিরুদ্ধে সংগঠনের স্বার্থবিরোধী ও শৃঙ্খলা পরিপন্থী কার্যক্রমের সুস্পষ্ট প্রমাণ পাওয়া গেছে।

ফোরামের জেলা আহ্বায়ক অ্যাডভোকেট জাকির হোসেন বলেন, “শৃঙ্খলা পরিপন্থী কার্যক্রমের সুস্পষ্ট প্রমাণ পাওয়ায় তাদেরকে বহিস্কার করা হয়েছে।”

অ্যাডভোকেট শেখ মো. মোর্শেদ গালিব অবশ্য জানান, “আমরা নির্বাচন করব, আমাদের প্যানেল বিজয়ী হবে। নির্বাচন থেকে আমাদের সরানো যাবে না।”

ইএইচ