চট্টগ্রামের বোয়ালখালী কধুরখীল এলাকা থেকে সেনাবাহিনী অভিযান চালিয়ে তিন জন সন্ত্রাসীকে আটক করেছে। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্রসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার ভোরে কধুরখীল ইউনিয়নে অভিযান পরিচালনা করে এডহক ৪৮ এয়ার ডিফেন্স রেজিমেন্ট। কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল সালাহউদ্দিন আল মামুন তথ্যটি নিশ্চিত করেন।
আটককৃতরা হলেন— কধুরখীল এলাকার আহমদ মিয়ার ছেলে মো. জাকির হোসেন (৭২), মো. জাকির হোসেনের ছেলে মো. আরমান হোসেন জিশান (২৮) এবং গিয়াস উদ্দিনের ছেলে জুবাইদ হোসেন রাব্বি (১৭)।
অভিযান সূত্রে জানা গেছে, স্থানীয় সোর্সের গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় ২টি দেশীয় পিস্তল, ৩টি দেশীয় অস্ত্র, ২টি হ্যান্ড স্টিক, ৩টি মোবাইলসহ ইয়াবা বিক্রেতা তিনজনকে আটক করা হয়।
লেফটেন্যান্ট কর্নেল সালাহউদ্দিন আল মামুন বলেন, “এই সন্ত্রাসীরা দীর্ঘদিন ধরে সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে হুমকি দিচ্ছিল এবং এলাকায় ইয়াবা বিক্রি করছিল। যার ফলে স্থানীয় যুবসমাজ মাদকাসক্ত হয়ে পড়ছিল।”
তিনি আরও জানান, জব্দকৃত মালামালসহ আটককৃতদের সুস্থ অবস্থায় পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য বোয়ালখালী থানার কাছে হস্তান্তর করা হয়েছে।
ইএইচ