যশোরে ৫ পিস স্বর্ণের বারসহ এক চোরাকারবারি গ্রেপ্তার

যশোর ব্যুরো প্রকাশিত: আগস্ট ২১, ২০২৫, ০৩:২৭ পিএম
যশোরে ৫ পিস স্বর্ণের বারসহ এক চোরাকারবারি গ্রেপ্তার

যশোরে ৪৯ বিজিবি’ যশোর ব্যাটেলিয়ানের সদস্যরা বিশেষ টহলদল অভিযান চালিয়ে ৫ পিস স্বর্ণের বারসহ এক ব্যক্তিকে আটক করেছেন। 

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে খুলনা-যশোর মহাসড়কের মুড়লিমোড় এলাকা থেকে রুবেল নামের এক চোরাকারবারিকে গ্রেপ্তার করা হয়।

আটক রুবেল কুমিল্লা জেলার নাঙ্গলকোট থানার বাসন্ডা গ্রামের সাইদুর রহমানের ছেলে। 

এ সময় তার কাছ থেকে ৫ পিস স্বর্ণের বার (ওজন ৫৮৫ গ্রাম), ১টি মোবাইল ফোন এবং নগদ ৩,৯৯৫ টাকা উদ্ধার করা হয়।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক বাজারমূল্য প্রায় ৮৬ লাখ ৪৪ হাজার ৫১৫ টাকা। আটক ব্যক্তির কাছ থেকে উদ্ধারকৃত স্বর্ণ, মোবাইল ফোন এবং নগদ টাকা যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। স্বর্ণবস্তু বর্তমানে যশোর ট্রেজারীতে জমা দেওয়ার প্রক্রিয়াধীন।

ইএইচ