বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাইবান্ধার পলাশবাড়ীতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
বুধবার বিকেল ৫টায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে পলাশবাড়ী পৌরশহরের তিনমাথা মোড় থেকে একটি র্যালি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌমাথা মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল মমিন মন্ডল সভার সভাপতিত্ব করেন এবং পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শামীম রেজা সঞ্চালনা করেন।
আলোচনা সভায় বক্তব্য রাখেন— পৌর বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক মোশফেকুর রহমান রিপন, সাংগঠনিক সম্পাদক আব্দুল মোত্তালিব সরকার বকুল, উপজেলা যুবদলের সদস্য সচিব রাজু আহম্মেদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাগর সরকার মিনু, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মিল্লাত সরকার মিলন, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান নিক্সন, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম লিয়াকত, উপজেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব লিফেজ শেখ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম।
এছাড়া উপস্থিত ছিলেন— পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইমরান হাসান, যুগ্ম আহ্বায়ক হযরত আলী স্বপন, সাহারুল ইসলাম, ছাইদুর রহমান, হায়দার আলী, লিখন সরকার, মেহেদী হাসান, নির্ঝর জাকিরুল ইসলাম; উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আরিয়ান সরকার আরিফ ও সদস্য সচিব সোহেল সরকার; পৌর ছাত্রদল আহ্বায়ক সোহাগ প্রধান লিটন ও সদস্য সচিব আকাশ কবির পায়েল; পলাশবাড়ী সরকারি কলেজ শাখার ছাত্রদল নেতা প্রান্ত, শাহজাহান সরকার ও সদস্য সচিব মাজেদুল ইসলাম; উপজেলা জাসাসের সভাপতি সবুজ সরকার ও সাধারণ সম্পাদক নাজমুল সরকার হানিফ; পৌর শাখা জাসাসের আহ্বায়ক আল আমিন সরকার ও সদস্য সচিব ফরহাদ হোসেন পিন্টু; উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক আলমগীর কবির শামীম ও সদস্য সচিব হেলাল উদ্দিন; পৌর-মৎস্যজীবী দলের আহ্বায়ক এপ্রিল মন্ডল ও সদস্য সচিব মামুন সরকারসহ আরও অনেকে।
উক্ত কর্মসূচির মাধ্যমে স্বেচ্ছাসেবক দল এলাকার জনসাধারণের মধ্যে দলীয় সক্রিয়তা বৃদ্ধি ও জনগণকে সংগঠনের কার্যক্রমের সাথে পরিচিত করার চেষ্টা চালিয়েছে।
ইএইচ