টাঙ্গাইলের মধুপুর পৌরসভাধীন হাসপাতাল রোডের বিভিন্ন ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, চেম্বার ও ফার্মেসিতে বুধবার বিকালে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে ৪টি প্রতিষ্ঠানকে মোট ৪০ হাজার টাকা জরিমানা করেছে।
মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া।
তিনি বিগত সময়ে বাল্যবিবাহ প্রতিরোধ, মাটিকাটা বন্ধ এবং শিশু খাদ্য কারখানায় অভিযান চালিয়ে এলাকায় ব্যাপক সাড়া সৃষ্টি করেছেন। এছাড়া জমি সংক্রান্ত বিরোধ নিরসনেও তার উদ্যোগে মামলা সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছে।
অভিযানের সময় উদ্ধার ও জরিমানা প্রদান সংক্রান্ত তথ্য
মানবসেবা মেডিকেল হল: হোমিওপ্যাথি চিকিৎসক তার নামের পূর্বে ‘ডাক্তার’ পদবী ব্যবহার করছিলেন, যা আইনবিরুদ্ধ। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ১০ হাজার টাকা জরিমানা।
ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার এন্ড হাসপাতাল: মেডিসিন কর্নারের ফার্মেসিতে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ঔষধ পাওয়া যায়। ঔষধ ও কসমেটিকস্ আইন, ২০২৩ অনুযায়ী ১০ হাজার টাকা জরিমানা।
গ্রামীণসেবা ডায়াগনস্টিক সেন্টার: রোগীদের টেস্টের রিপোর্ট সঠিকভাবে না দিয়ে, বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টার থেকে রিপোর্ট প্রদান করত এবং অপরিচ্ছন্ন পরিবেশ ছিল।
নাহিদ ডেন্টাল কেয়ার: মিথ্যা বিজ্ঞাপন প্রদর্শন ও ডেন্টাল টেকনোলজিস্ট নিজেকে ডেন্টিস্ট হিসাবে পরিচয় দিচ্ছেন।
এসব প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ১০ হাজার টাকা করে জরিমানা প্রদান করা হয়। ফলে মোট চারটি প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় প্রসিকিউশন প্রদান করেন মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (ভারপ্রাপ্ত) ডা. সজীব কান্তি পাল।
অভিযানে সহযোগিতা করেন সেনাবাহিনীর লেফটেন্যান্ট সায়েমের নেতৃত্বে মধুপুর সেনাক্যাম্পের একটি দল।
ইএইচ