মুনাফা বেড়েছে রিপাবলিক ইন্স্যুরেন্সের

অর্থনৈতিক প্রতিবেদক প্রকাশিত: মে ১৬, ২০২৩, ০১:৩১ পিএম
মুনাফা বেড়েছে রিপাবলিক ইন্স্যুরেন্সের

নতুন বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি থেকে ১৩ মার্চ ২০২৩) মুনাফা বেড়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি রিপাবলিক ইন্স্যুরেন্স লিমিটেডের। 

কোম্পানির অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এই চিত্র উঠে এসেছে।

মঙ্গলবার (১৬ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর তথ্য মতে, চলতি বছরের প্রথম প্রান্তিকে রিপাবলিক ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ার প্রতি আয় বা মুনাফা (ইপিএস) হয়েছে ৫৯ পয়সা। যা ২০২২ সালের একই সময়ে ইপিএস হয়েছিল ৫৫ পয়সা।

অর্থাৎ ২০২২ সালের তুলনায় ২০২৩ সালের জানুয়ারি থেকে মার্চ সময়ে শেয়ার প্রতি মুনাফা বেড়েছে ৪ পয়সা করে। 

তাতে গত ৩১ মার্চ কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৭ টাকা ৬৪ পয়সা।

এইচআর