মাটিরাঙ্গায় ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূতিতে বিএনপির বিজয় র‌্যালি

জসীম উদ্দিন জয়নাল, পার্বত্যাঞ্চল প্রকাশিত: আগস্ট ৫, ২০২৫, ০৬:২৫ পিএম
মাটিরাঙ্গায় ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূতিতে বিএনপির বিজয় র‌্যালি

সারা দেশের মতো খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গায়ও ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূতিতে উপজেলা ও পৌর বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এক বর্ণাঢ্য বিজয় র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় উপজেলা বিএনপি ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে ‘৫ আগস্ট আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি’ উপলক্ষে দলীয় কার্যালয়ের সামনে থেকে বিজয় র‌্যালিটি বের করা হয়। 

র‌্যালিটি মাটিরাঙ্গা পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।

র‌্যালিতে উপস্থিত ছিলেন— জেলা বিএনপির সহ-সভাপতি মো. নাছির আহম্মেদ চৌধুরী, মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো. শাহ জালাল কাজল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. বদিউল আলম মজুমদার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ইব্রাহিম পাটোয়ারি, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ সাদ্দাম হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. জয়নাল আবেদীন সরকার, সদস্য সচিব ফোরকান ইমামী, পৌর যুবদলের আহ্বায়ক মো. গিয়াস উদ্দিন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম সজল, সদস্য সচিব মো. নাজিউর রহমান মঞ্জু, পৌর ছাত্রদলের আহ্বায়ক নুর মোহাম্মদ রাব্বি, সদস্য সচিব আব্দুর রহমান রানাসহ বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, মহিলা দল এবং বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের নেতৃবৃন্দ।

র‌্যালি-পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন পৌর বিএনপির সভাপতি মো. শাহ জালাল কাজল। 

বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি মো. নাছির আহম্মেদ চৌধুরী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদিউল আলম মজুমদার প্রমুখ।

বক্তারা বলেন, “দীর্ঘ ১৭ বছরের আন্দোলন-সংগ্রামের মাধ্যমে গত বছরের এই দিনে আমরা দেশের জনগণকে স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের কবল থেকে মুক্ত করেছি। বিএনপি দেশের মানুষকে একটি নতুন স্বাধীনতা উপহার দিয়েছে—এটি জাতি চিরকাল মনে রাখবে।”

তারা বলেন, “৫ আগস্ট আমাদের ইতিহাসের গৌরবময় দিন। এই দিনে ছাত্র-জনতা জীবন বাজি রেখে গণঅভ্যুত্থানে অংশ নিয়েছে। শহীদদের আত্মত্যাগের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্র ফিরে এসেছে। এই অর্জন ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থেকে একটি সুষ্ঠু, অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে হবে।”

বক্তারা জুলাই-অগাস্ট গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং ছাত্রদের অবদানের প্রতি শ্রদ্ধা জানান।

ইএইচ