ইসলামী ব্যাংকে রেমিট্যান্স পাঠিয়ে ফ্রিজ জিতলেন তিন গ্রাহক

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: মে ১৯, ২০২৫, ১২:০৭ পিএম
ইসলামী ব্যাংকে রেমিট্যান্স পাঠিয়ে ফ্রিজ জিতলেন তিন গ্রাহক

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এবং ওয়েস্টার্ন ইউনিয়নের যৌথ আয়োজনে চলমান মাসব্যাপী ঈদ রেমিট্যান্স ক্যাম্পেইনের দ্বিতীয় সপ্তাহের ড্র অনুষ্ঠিত হয়েছে। এই ড্রয়ের মাধ্যমে তিনজন সৌভাগ্যবান গ্রাহক ফ্রিজ জিতে নিয়েছেন।

বিজয়ীরা হলেন—বরিশালের মুলাদী শাখার এজেন্ট আউটলেটের গ্রাহক ইশরাত জাহান, পঞ্চগড়ের দেবিগঞ্জ শাখার গ্রাহক মো. আনারুল ইসলাম এবং মৌলভীবাজারের বড়লেখা শাখার গ্রাহক জুলহাস উদ্দিন। 

ইতালি, সিঙ্গাপুর এবং ফ্রান্স থেকে প্রেরিত রেমিট্যান্সের বিপরীতে তারা বিজয়ী হয়েছেন।

রোববার ইসলামী ব্যাংক টাওয়ারে আয়োজিত এক অনুষ্ঠানে ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর (চলতি দায়িত্ব) মো. আলতাফ হুসাইনের উপস্থিতিতে বিজয়ী নির্ধারণে ড্র অনুষ্ঠিত হয়। 

এ সময় ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মো. রফিকুল ইসলাম, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস ডিভিশনের প্রধান মো. আতিকুর রহমান খান খাদেমসহ ব্যাংকের প্রধান কার্যালয়ের অন্যান্য নির্বাহী, কর্মকর্তাগণ এবং ওয়েস্টার্ন ইউনিয়ন বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আগামী ৩১ মে পর্যন্ত চলমান এই ক্যাম্পেইনের আওতায় বিশ্বের যেকোনো দেশ থেকে ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে ইসলামী ব্যাংকে রেমিট্যান্স পাঠিয়ে গ্রাহকরা প্রতি সপ্তাহে ডিজিটাল ড্রয়ের মাধ্যমে ৩টি করে মোট ১২টি ফ্রিজ জয়ের সুযোগ পাচ্ছেন।

এছাড়াও, দেশের বিভিন্ন শাখা, উপশাখা এবং এজেন্ট আউটলেট থেকে প্রাপ্ত রেমিট্যান্সের ভিত্তিতে ৫০ হাজার গ্রাহককে উপহার হিসেবে ব্যাকপ্যাক প্রদান করা হবে।

ব্যাংক কর্তৃপক্ষ জানায়, এই ক্যাম্পেইনের মূল লক্ষ্য হল বৈধ উপায়ে রেমিট্যান্স প্রেরণে প্রবাসী বাংলাদেশিদের উৎসাহিত করা এবং তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা।

ইএইচ