‘ছবি মেলা’ শিরোনামে গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে গণ বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফিক সোসাইটি (জিবিপিএস) এই প্রদর্শনীর আয়োজন করে।
শনিবার (৩০ জুলাই) বিশ্ববিদ্যালয়ের বাদামতলায় `তৃতীয় চোখে অন্য জীবন` শিরোনামে ৬টি তৃতীয় লিঙ্গের ছবি, `দেখা না দেখা ক্যাম্পাস` সহ নানা ঘটনার ২০টি শিল্পকর্ম প্রদর্শিত হয়। আয়োজনে সার্বিক সহযোগিতা করে সমাজবিজ্ঞান ও সমাজকর্ম বিভাগ এবং টেকনিক্যাল পার্টনার ছিল জনস্বাস্থ্য বিষয়ক ছবি প্রতিযোগিতা প্রকল্প।
বিশ্ববিদ্যালয়ের বাদামতলায় ফিতা কেটে প্রদর্শনীর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের অন্যতম ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী ও তার সহধর্মিণী শিরিন হক চৌধুরী। পরে তৃতীয় লিঙ্গের কর্মীদের ফুলেল শুভেচ্ছা জানায় জিবিপিএস সদস্যরা।
এ সময় বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য ফরিদা আখতার, উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. আবুল হোসেন, রেজিস্ট্রার কৃষিবিদ এস. তাসাদ্দেক আহমেদ, আইকিউএসির পরিচালক ও সাবেক উপাচার্য অধ্যাপক ডা. লায়লা পারভীন বানু, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রধান নির্বাহী কর্মকর্তা ডা. মঞ্জুর কাদির আহমেদ, বিভিন্ন অনুষদীয় ডিন, বিভাগীয় প্রধান ও সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের ছাত্রী ইশরাত জাহান বলেন, `ছবি স্মৃতিকে বুকে আকড়ে রাখে। তেমনিভাবে আজকে ফটোগ্রাফিক সোসাইটি বিশ্ববিদ্যালয়ের স্মৃতিগুলোকে ফ্রেমবন্দী করছে। আগামীতেও তারা এই ভূমিকা পালন করবে বলে আমরা আশাবাদী।`
জিবিপিএস সভাপতি মোঃ রাকিবুল হাসান বলেন, `বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মধ্যে ছবি তোলার আগ্রহকে বাড়িয়ে তোলার জন্য কাজ করে যাচ্ছে জিবিপিএস৷ শুধু বিশ্ববিদ্যালয়ের মধ্যে নয়, আমরা ক্যাম্পাসের বাহিরে নানা ঘটনা ফ্রেমবন্দী করি।`
তিনি আরও বলেন, `বিশ্ববিদ্যালয়ে তৃতীয় লিঙ্গের ছবি প্রদর্শনী নিঃসন্দেহে ব্যতিক্রমী আয়োজন। যারা জিবিপিএসকে সহায়তা করছে, তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।`
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) ড. আবুল হোসেন বলেন, ‘ফটোগ্রাফিক সোসাইটির আয়োজন বরাবরের মতোই প্রশংসনীয়। তারা ভালো কাজ করে যাচ্ছে। আশা করবো, বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে অগ্রণী ভূমিকা রাখবে জিবিপিএস।’
প্রসঙ্গত, গণ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী ১৪ জুলাই। কিন্তু ঈদুল আযহার ছুটির কারণে ক্যাম্পাস বন্ধ থাকায় আজ দিবসটি পালিত হচ্ছে। সর্বশেষ ৬ বছর আগে ২০১৬ সালে বিশ্ববিদ্যালয় দিবস পালন করা হয়।