জবিতে র‍্যাগিং: সাময়িক বহিষ্কার ও ক্লাস নিষেধাজ্ঞা প্রত্যাহার

জবি প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ১৪, ২০২৫, ০৬:৫৭ পিএম
জবিতে র‍্যাগিং: সাময়িক বহিষ্কার ও ক্লাস নিষেধাজ্ঞা প্রত্যাহার

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ইসলামিক স্টাডিজ বিভাগে র‍্যাগিং-র অভিযোগে দেওয়া সাময়িক বহিষ্কার ও ক্লাস কার্যক্রমে নিষেধাজ্ঞা বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রত্যাহার করেছে।

বৃহস্পতিবার ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত পৃথক দুটি বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

সাময়িক বহিষ্কারের ক্ষেত্রে ১৯তম ব্যাচের যুবরাজ হাসান, মোসা. রাজিয়াতুন নাহার নিশু ও রহমাতুল্লাহ মাজীর বিরুদ্ধে দেওয়া আদেশ প্রত্যাহার করা হয়েছে। ক্লা

স কার্যক্রমে নিষেধাজ্ঞার ক্ষেত্রে ১৯তম ব্যাচের সামিয়া আঁখি, মো. মুইনন্দীন, মো. মাজহারুল ইসলাম ও মো. রাকিব হোসেনের বিরতি ও সতর্কীকরণ আদেশ প্রত্যাহার করা হয়েছে।

এর আগে, গত রোববার ২০২৪-২৫ শিক্ষাবর্ষের (২০তম ব্যাচ) শিক্ষার্থীদের কাছ থেকে প্রাপ্ত র‍্যাগিংয়ের অভিযোগে তিন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কারসহ চার জনকে ক্লাস কার্যক্রমে নিষেধাজ্ঞা দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। ওই সাতজনই ১৯তম ব্যাচের শিক্ষার্থী।

উল্লেখ্য, জবিতে নবীন শিক্ষার্থীদের র‍্যাগিং নিয়ে অভিযোগ উঠলে প্রশাসন ইতিমধ্যে ব্যবস্থা নেওয়ার জন্য বিশেষ কমিটি গঠনের নির্দেশ দিয়েছে।

ইএইচ