রাবি রেজিস্ট্রারের বাড়িতে হামলার প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ

রাবি প্রতিনিধি প্রকাশিত: মে ১, ২০২৫, ০১:৩৬ পিএম
রাবি রেজিস্ট্রারের বাড়িতে হামলার প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) রেজিস্ট্রার ইফতেখারুল আলম মাসউদের বাসভবনে বুধবার রাত ১২টার দিকে হামলার ঘটনা ঘটেছে।

এ ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে বিক্ষোভ সমাবেশ করেছে শিক্ষার্থীরা।

সমাবেশে শিক্ষার্থীরা ‘জ্বালো রে জ্বালো, আগুন জ্বালো’, ‘স্যারের বাড়িতে হামলা কেন, প্রশাসন জবাব চাই’, ‘সন্ত্রাসীদের কালো হাত, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’, ‘হামলাকারীর বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন’, ‘সন্ত্রাসীদের ঠিকানা এই ক্যাম্পাসে হবে না’ ইত্যাদি স্লোগান ও প্ল্যাকার্ড প্রদর্শন করেন।

বিক্ষোভে শিক্ষার্থীরা হামলার সঙ্গে জড়িতদের ১২ ঘণ্টার মধ্যে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একইসঙ্গে তারা হামলাকারীদের জনসমক্ষে পরিচয় প্রকাশ না করলে পরবর্তী কর্মসূচির হুঁশিয়ারিও দেন।

সমাবেশে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রাবি শাখার সাবেক সমন্বয়ক ও স্টুডেন্ট রাইটস অ্যাসোসিয়েশনের সভাপতি মেহেদী সজিব। তিনি বলেন, “মাসউদ স্যার জুলাই আন্দোলনে আমাদের সহযোদ্ধা ছিলেন, রুয়া নির্বাচনে একজন প্রার্থী। রুয়া-রাকসু নিয়ে আমাদের দাবি যখন জোরালো হচ্ছে, তখনই এই হামলা। এটি শিক্ষকদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলে। অবিলম্বে জড়িতদের বিচার নিশ্চিত করতে হবে।”

আইন বিভাগের শিক্ষার্থী ফাহির আমিন বলেন, “জুলাই আন্দোলনের এক অগ্রনায়কের ওপর এ ধরনের সন্ত্রাসী হামলা বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক পরিবেশ ধ্বংসের অপচেষ্টা। আমরা ষড়যন্ত্র রুখে দিতে ঐক্যবদ্ধ।”

সাবেক সমন্বয়ক ও ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী সালাহউদ্দিন আম্মার বলেন, “তদন্ত চলাকালীন আমরা কাউকে দোষারোপ করছি না। তবে প্রশ্ন থেকেই যায়—মেইন গেট, বিনোদপুর, কাজলা এলাকায় পুলিশের ফাঁড়ি থাকা সত্ত্বেও কীভাবে সন্ত্রাসীরা ককটেল নিয়ে যায়? একজন রেজিস্ট্রার নিরাপদ না হলে সাধারণ শিক্ষার্থীর নিরাপত্তা কোথায়?”

সমাবেশটি সঞ্চালনা করেন স্টুডেন্ট রাইটস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও রাবির সাবেক সমন্বয়ক এফএমআর ফাহিম রেজা। এ সময় বিভিন্ন বিভাগের প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

ইএইচ