সাদ্দাম হোসেন হল ডিবেটিং সোসাইটির নেতৃত্বে নাহিদ-আবদুল্লাহ

ইবি প্রতিনিধি প্রকাশিত: মে ২৫, ২০২৫, ১১:৪৯ পিএম
সাদ্দাম হোসেন হল ডিবেটিং সোসাইটির নেতৃত্বে নাহিদ-আবদুল্লাহ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাদ্দাম হোসেন হল ডিবেটিং সোসাইটির নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন ল’ অ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নাহিদুর রহমান ও সাধারণ সম্পাদক হয়েছেন আল হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আবদুল্লাহ আল রাহাত।

রোববার হল প্রাধ্যক্ষ ও সংগঠনটির প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. আবুল কালাম আজাদ এবং সাবেক সভাপতি দিদারুল ইসলাম নতুন এই কমিটির অনুমোদন দেন। 

নবনির্বাচিত সভাপতি নাহিদুর রহমান বলেন, “ডিবেটিং শুধু যুক্তি কিংবা প্রতিযোগিতা নয়, এটি চিন্তা, যুক্তি ও ভাষার সম্মিলিত অনুশীলন। একটি সুশৃঙ্খল ও প্রাণবন্ত বিতর্ক সংগঠন কেবল বক্তাই তৈরি করে না, বরং একটি প্রগতিশীল সমাজের ভিত্তিও স্থাপন করে। আমরা চাই—এই সংগঠনটি এমন এক জায়গায় পৌঁছাক যেখানে যুক্তি হবে আলোর পথ আর মতবিনিময় হবে সম্মানের ভিত্তি।”

তিনি আরও বলেন, “পরিকল্পিতভাবে এগিয়ে গেলে এবং সম্মিলিতভাবে পরিশ্রম করলে সাদ্দাম হোসেন হল ডিবেটিং সোসাইটি একটি আদর্শ বিতর্ক সংগঠন হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারবে—এই বিশ্বাস রাখি।”

এর আগে বিকেল সাড়ে পাঁচটায় হল করিডোরে ডিবেটিং সোসাইটির উদ্যোগে আন্তঃব্লক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. আবুল কালাম আজাদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদায়ী সভাপতি দিদারুল ইসলাম রাসেল। এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ইবি সমন্বয়ক এস এম সুইটসহ বিভিন্ন হলের বিতার্কিক ও আবাসিক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

ইএইচ