মিটফোর্ডে ব্যবসায়ী সোহাগ হত্যার প্রতিবাদে ইডেন মহিলা কলেজে মধ্যরাতে বিক্ষোভ মিছিল করেছে সাধারণ শিক্ষার্থীরা।
শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে জেবুন্নেসা হল থেকে শুরু হওয়া এই মিছিল কলেজের প্রধান ফটক পর্যন্ত গিয়ে থামে। মিছিল চলাকালে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগানে উত্তপ্ত করে তোলেন পুরো হলপাড়া।
স্লোগানে শিক্ষার্থীরা বলেন— ‘ছাত্রদলের ঠিকানা এই ক্যাম্পাসে হবে না’, ‘লীগ গেছে যেই পথে, যুবদলও সেই পথে’।
বিক্ষুব্ধ শিক্ষার্থীদের দাবি, ইডেন কলেজে রাজনৈতিক দখলদারিত্বের সংস্কৃতি আবার মাথাচাড়া দিয়ে উঠছে। এক শিক্ষার্থী বলেন, ‘যেভাবে একসময় ছাত্রলীগ হল দখল করে রেখেছিল, এখন ছাত্রদলের ছায়ায় সেই পুরনো দৃশ্যই ফিরে আসছে।’
তাদের অভিযোগ, কয়েকটি হলে ছাত্রদলের নেত্রীদের প্রভাব ও দখল বাড়ছে। এই পরিস্থিতির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে অভিযুক্তদের হল ছাড়ার আলটিমেটাম দেওয়া হয়েছে বলে জানা গেছে।
এ ঘটনায় এখনো কলেজ প্রশাসনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে শিক্ষার্থীদের বিক্ষোভ ও স্লোগানে পুরো ইডেন কলেজে উত্তেজনা বিরাজ করছে।
বিআরইউ