মাইলস্টোনে নিহতদের স্মরণে জবিতে গায়েবানা জানাজা

জবি প্রতিনিধি: প্রকাশিত: জুলাই ২৩, ২০২৫, ০৩:২৫ পিএম
মাইলস্টোনে নিহতদের স্মরণে জবিতে গায়েবানা জানাজা

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৩ জুলাই) জোহরের নামাজের পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে এ জানাজায় অংশ নেন শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থীসহ বিশ্ববিদ্যালয় পরিবারের বিভিন্ন স্তরের মানুষ।

জানাজার আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক রইচ উদ্দীন বলেন, ‘উত্তরার ঘটনায় যারা শহিদ হয়েছেন, আমরা তাঁদের আত্মার মাগফিরাত কামনা করি। আল্লাহ যেন আহতদের দ্রুত সুস্থতা দান করেন এবং এই মর্মান্তিক ঘটনার পুনরাবৃত্তি যেন না ঘটে।’

জুলাই আন্দোলনের অন্যতম সংগঠক সাজ্জাদ হোসেন মুন্না বলেন, এই আকস্মিক মানবিক দুর্যোগে আমরা জবি পরিবার শোকাহত। আমরা শুধু নিহতদের শান্তিই কামনা করছি না, একই সঙ্গে রাষ্ট্রীয় উদ্যোগে উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠনের দাবি জানাচ্ছি। জাতির সামনে প্রকৃত তথ্য স্পষ্টভাবে তুলে ধরতে হবে।

বিআরইউ