রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বগুড়া-নগরবাড়ী মহাসড়ক অবরোধ

জহুরুল ইসলাম, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রকাশিত: জুলাই ২৭, ২০২৫, ০১:৫৪ পিএম
রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বগুড়া-নগরবাড়ী মহাসড়ক অবরোধ

সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা স্থায়ী ক্যাম্পাস নির্মাণের ডিপিপি দ্রুত অনুমোদনের দাবি এবং পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের পদত্যাগের দাবিতে বগুড়া-নগরবাড়ী মহাসড়ক অবরোধ করে আন্দোলন করেছেন।

রোববার সকাল ১০টা থেকে শাহজাদপুর বিসিক বাসস্ট্যান্ড এলাকায় মহাসড়ক অবরোধ করেন আন্দোলনরতরা। দেড় ঘণ্টা পর বেলা ১১টা ৩০ মিনিটে অবরোধ প্রত্যাহার করা হয়।

এর আগে শনিবার বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি বর্জন করে শিক্ষার্থীরা কালো ব্যাজ ধারণ করে মানববন্ধন কর্মসূচি পালন করেন।

অবরোধ চলাকালে শত শত শিক্ষার্থী মহাসড়কে বসে পড়ে এবং বিভিন্ন স্লোগানে মুখরিত করে তোলেন পুরো এলাকা। 

অবরোধের ফলে মহাসড়কের উভয়পাশে প্রায় ২০ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়। এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

অবরোধ প্রত্যাহারের আগে শিক্ষার্থীরা ঘোষণা দেন, সোমবার (২৮ জুলাই) সকাল ১০টায় অ্যাকাডেমিক ভবন-৩ এর সামনে প্রতীকী ক্লাস অনুষ্ঠিত হবে এবং সেদিনও বগুড়া-নগরবাড়ী সড়ক অবরোধ করা হবে। ফলে এই কর্মসূচির কারণে ঢাকা ও পাবনাগামী যানবাহন চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি নতুন করে যানজট এবং জনভোগান্তি তৈরি হতে পারে।

উল্লেখ্য, রবীন্দ্রনাথ ঠাকুরের তৎকালীন জমিদারির খাস জমিতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের পরিকল্পনা রয়েছে। ভূমি অধিগ্রহণ ছাড়াই পরিবেশবান্ধব ক্যাম্পাস নির্মাণের উপযোগী এ জমিতে দীর্ঘ আট বছরেও কোনো অর্থ বরাদ্দ হয়নি।

বিশ্ববিদ্যালয় প্রশাসন সাতবার ডিপিপি সংশোধন করে সর্বশেষ ৫১৯.১৫ কোটি টাকার একটি প্রকল্প পরিকল্পনা (ডিপিপি) উপস্থাপন করে। এই প্রস্তাব গত ৭ মে ২০২৫ তারিখে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) সভায় আলোচিত হয়। সভায় বেশিরভাগ সদস্য ক্যাম্পাস নির্মাণে সম্মতি দিলেও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান সরেজমিন পরিদর্শনের ইচ্ছা প্রকাশ করেন। ১৬ জুন তিনি শাহজাদপুরের বুড়ি পোতাজিয়ায় গিয়ে প্রস্তাবিত ক্যাম্পাস এলাকা ঘুরে দেখেন এবং পরে প্রতিবেদন জমা দেন।

ইএইচ