জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনের রোডম্যাপ ঘোষণা এবং সম্পূরক বৃত্তির দাবিতে উপাচার্যের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা।
সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে শিক্ষার্থী ও বিভিন্ন ছাত্রসংগঠনের নেতাকর্মীরা এ কর্মসূচি পালন করেন।
এ সময় বক্তারা বলেন, দেশের অন্যতম একটি শীর্ষস্থানীয় পাবলিক বিশ্ববিদ্যালয় জগন্নাথ, যেখানে দীর্ঘদিন ধরে ছাত্র সংসদ নেই—এটি অনাকাঙ্ক্ষিত ও শিক্ষার্থীদের ন্যায্য অধিকার পরিপন্থী।
জকসু নির্বাচন হলে শিক্ষার্থীরা মতপ্রকাশ ও নেতৃত্ব বিকাশের সুযোগ পাবে, যা একটি আধুনিক ও গণতান্ত্রিক শিক্ষাব্যবস্থার অপরিহার্য অংশ। কিন্তু প্রশাসন দীর্ঘদিন ধরে এ বিষয়ে সময়ক্ষেপণ করে আসছে।
শাখা ছাত্র অধিকার পরিষদের সভাপতি এ কে এম রাকিব বলেন, “গত বুধবার জকসু নির্বাচনের রোডম্যাপ ও সম্পূরক বৃত্তির দাবিতে দুই দিনের আল্টিমেটাম দেওয়া হয়েছিল। কিন্তু প্রশাসন কোনো সাড়া দেয়নি। শিক্ষার্থীদের ন্যায্য দাবিতে আমরা প্রয়োজনে কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবো।”
বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস) শাখার সদস্য সচিব শাহিন মিয়া বলেন, “আজকের অবস্থান কর্মসূচির মাধ্যমে আমরা স্পষ্ট করে জানিয়ে দিচ্ছি—আগামী বৃহস্পতিবারের মধ্যে জকসু নির্বাচনের খসড়া নীতিমালা বিশেষ সিন্ডিকেট সভায় পাশ করে মন্ত্রণালয়ে পাঠাতে হবে। পাশাপাশি সম্পূরক বৃত্তির ব্যাপারে নির্দিষ্ট তারিখ ঘোষণা করতে হবে।”
এর আগে, গতকাল রোববার জকসু নির্বাচনের দ্রুত বাস্তবায়নের দাবিতে দুই শতাধিক নেতাকর্মী নিয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি পেশ করে শাখা ইসলামী ছাত্রশিবির। একই দিন স্মারকলিপি দেয় ইউনাইটেড পিপলস (আপ) বাংলাদেশ শাখাও।
উল্লেখ্য, গত বুধবার দুই কর্মদিবসের আল্টিমেটাম দিয়ে জকসু নির্বাচনের রোডম্যাপ প্রকাশ এবং সম্পূরক বৃত্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।
ইএইচ