ইতালি ও ইউরোপজুড়ে ভয়াবহ তাপপ্রবাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ইতালির একাধিক শহরে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে।
পরিস্থিতি মোকাবেলায় সরকার জরুরি সতর্কতা জারি করেছে এবং কিছু নির্দিষ্ট সময়ের জন্য কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে।
ইতালির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, রোম, ফ্লোরেন্স ও বোলোনিয়াসহ অন্তত ১৩টি শহরে ‘রেড অ্যালার্ট’ জারি করা হয়েছে। দেশজুড়ে হাসপাতালগুলোতে প্রস্তুতি জোরদার করা হয়েছে।
ইতালির শ্রম মন্ত্রণালয় ঘোষণা দিয়েছে, সকাল ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত নির্মাণ, কৃষি ও অন্যান্য বাইরে চলমান কাজ বন্ধ রাখতে হবে। এই সময় গরমের তীব্রতা এতটাই বেশি যে, হিটস্ট্রোক ও পানিশূন্যতার ঝুঁকি বেড়ে যায়।
রোম শহরে অতিরিক্ত তাপমাত্রার কারণে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। এছাড়া সিসিলি, মিলানসহ কয়েকটি অঞ্চলে তাপজনিত অসুস্থতায় বহু মানুষ হাসপাতালে ভর্তি হয়েছেন।
সিসিলিতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ৪১.২ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়াবিদরা জানাচ্ছেন, এ তাপপ্রবাহ আগামী কয়েকদিন স্থায়ী হতে পারে।
হাসপাতালগুলোতে বিশেষ ‘হিটস্ট্রোক ইউনিট’ চালু ও ফ্রি ‘কুলিং সেন্টার’ চালু করা হয়েছে। শিশু ও বৃদ্ধদের ঘরের বাইরে না যাওয়ার পরামর্শ।
ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এক বিবৃতিতে বলেন, “তাপপ্রবাহ এখন একটি জনস্বাস্থ্য সংকট। জনগণকে সতর্ক থাকতে হবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।”
ইএইচ