‘হত্যাচেষ্টা’ মামলা

নায়িকা নুসরাত ফারিয়া গ্রেপ্তার

বিনোদন ডেস্ক প্রকাশিত: মে ১৮, ২০২৫, ০২:৫২ পিএম
নায়িকা নুসরাত ফারিয়া গ্রেপ্তার

দেশের বাইরে যাওয়ার সময় ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রেপ্তার হয়েছেন চলচ্চিত্রের অভিনেত্রী নুসরাত ফারিয়া।

বৈষম্যবিরোধী আন্দোলন ঘিরে রাজধানীর ভাটারা থানার এক ‘হত্যাচেষ্টা’ মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশ ফারিয়াকে আটক করে জানিয়ে ভাটারা থানার পরিদর্শক (তদন্ত) সুজন হক রোববার বলেন, "ইমিগ্রেশন পুলিশের তথ্যের ভিত্তিতে আমাদের টিম বিমানবন্দরে গেছে তাকে আনতে। কিছুদিন আগে আদালতের নির্দেশে তার বিরুদ্ধে হত্যার চেষ্টার একটি মামলা হয়। এই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।“

গত বছর বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ঘটনায় রাজধানীর ভাটারা থানায় ফারিয়ার নামে এই মামলা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নির্ভর ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেছিলেন ফারিয়া।

প্রয়াত ভারতীয় নির্মাতা শ্যাম বেনেগালের পরিচালনায় সিনেমাটি তৈরি হয়েছিল বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায়। ২০২৩ সালে মুক্তি পাওয়া এ সিনেমায় ফারিয়া ছাড়াও আরিফিন শুভ, নুসরাত ইমরোজ তিশা, রিয়াজ আহমেদসহ আরও অনেকে অভিনয় করছেন।

শেখ হাসিনার চরিত্রে অভিনয়ের সুযোগ পাওয়ার প্রতিক্রিয়ায় ফারিয়া বলেছিলেন, কাজের প্রস্তাব পাওয়ার পর প্রথমে তিনি বিশ্বাস করতে পারেননি।

তার ভাষ্যে, “জানার পর নিজেকে আমার দেশের সব থেকে সৌভাগ্যবান মানুষ মনে হয়েছিল। কারণ, এর আগেও কেউ কখনও পর্দায় তার চরিত্রে অভিনয় করেননি। ভবিষ্যতে কেউ করবে কি না সেটাও জানি না।

“আমার তো মনে হয় ভবিষ্যতে যদি আর কোনোদিন অভিনয় না করি, তাহলেও এই চরিত্রে অভিনয়ের সুযোগ অর্জন করেছি সেটাই আমার কাছে পরম প্রাপ্তি।’’

তার চরিত্রে ফারিয়ার অভিনয়ের কথা শুরু থেকেই জানতেন শেখ হাসিনা।

নুসরাত ফারিয়ার ক্যারিয়ার শুরু হয় রেডিও জকি ও উপস্থাপক হিসেবে। ২০১৫ সালে বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনায় ‘আশিকী’ চলচ্চিত্রের মধ্য দিয়ে নায়িকা হিসেবে আবির্ভূত হন তিনি।

এরপর ‘হিরো ৪২০’, ‘বাদশা-দ্য ডন’, ‘বস-টু’, ‘ধ্যাততেরিকি’সহ বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেছেন ফারিয়া।

চলচ্চিত্রের পাশাপাশি গানও করেন ফারিয়া। ২০১৮ সালে ‘পটাকা’ শিরোনামে একটি গানের মধ্য দিয়ে গায়িকা হিসেবে আত্মপ্রকাশ হয়েছিল তার। এছাড়া ‘হাবিবি’, ‘আমি চাই থাকতে’সহ আরো কিছু গান ফারিয়া গেয়েছেন, যেগুলো প্রকাশ পেয়েছে ইউটিউবসহ সোশাল মিডিয়ার নানা মাধ্যমে।

আরএস