হাসপাতালে ডেঙ্গুরোগীর রেকর্ড, মৃত্যু ১

মো. মাসুম বিল্লাহ প্রকাশিত: আগস্ট ৩১, ২০২২, ০৮:০৪ পিএম
হাসপাতালে ডেঙ্গুরোগীর রেকর্ড, মৃত্যু ১

দেশে প্রতিনিয়তই বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। গত কয়েকদিন ধরেই আক্রান্তে রেকর্ড হচ্ছে। সবশেষ গত ২৪ ঘণ্টায় (মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত) হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ২৫১ জন ডেঙ্গুরোগী। যা চলতি বছরের এখন পর্যন্ত সবচেয়ে বেশি।

এদিকে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও একজনের মৃত্যুর খবর দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

বুধবার (৩১ আগস্ট) অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ ডা. মো. জাহিদুল ইসলাম সই করা ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

প্রতিবেদন থেকে জানা যায়, নতুন ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ২০৩ জন ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। আর ঢাকার বাইরে চিকিৎসা নিচ্ছেন ৪৮ জন।

বর্তমানে ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ৭৮৪ জন ভর্তি রয়েছেন। এদের মধ্যে ঢাকার ৪৭টি সরকারি-বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৬৭৫ জন। ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন ১০৯ জন।

এদিকে ১ জানুয়ারির থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট ২১ জনের মৃত্যু হয়েছে।

 

টিএইচ