কলকাতার আবাসিক হোটেলে আগুন, মৃতের সংখ্যা বেড়ে ১৪

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: এপ্রিল ৩০, ২০২৫, ১০:৪৩ এএম
কলকাতার আবাসিক হোটেলে আগুন, মৃতের সংখ্যা বেড়ে ১৪

কলকাতার বড়বাজারের মেছুয়ার ফলপট্টির এক আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় কমপক্ষে ১৪ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ২ জন শিশু, একজন মহিলা এবং ১১ জন পুরুষ। সূত্র আনন্দবাজার অনলাইন।

বুধবার (৩০ এপ্রিল) ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার অনলাইনে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়

এর আগে গত মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ওই হোটেলে আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে ফায়ার সার্ভিসের ১০টি ইঞ্জিন। প্রায় ৮ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও তা পুরোপুরি নেভাতে পারেনি দমকল বাহিনী।

বুধবার সকালেও উদ্ধারকাজ চলছে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম।

আনন্দবাজার জানায়, আগুন লাগার পরপরই আনন্দ পাসোয়ান নামে এক জন আগুন থেকে নিজেকে বাঁচাতে ওপর থেকে ঝাঁপ দেন। তাকে মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা করেন।

প্রবল ধোঁয়ার জেরে হোটেলটি ‘গ্যাসচেম্বার’-এ পরিণত হয়। যার ফলে হোটেলের ভিতরে দমকল কর্মীরা ঢুকতে পারছিলেন না। তারা মই দিয়ে চার ও পাঁচ তলার ঘরের জানলা ভেঙে সেখানে দিয়ে হোটেলের ভিতর প্রবেশ করেন। হোটেলে যারা আটকে ছিলেন তাদের মধ্যে অনেকেই প্রবল ধোঁয়ার কারণে শ্বাসকষ্টে মারা গিয়েছেন বলে জানা গেছে।

কলকাতার নগরপাল মনোজ বর্মা জানান, কীভাবে আগুন লাগল সেটি খতিয়ে দেখার জন্য বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করা হয়েছে এবং তারা তদন্ত প্রক্রিয়া শুরু করে দিয়েছে। বুধবার ঘটনাস্থলে ফরেন্সিক দলের আসার কথা। তারা পুরো ঘটনাটি তদন্ত করে দেখবে।

উল্লেখ্য, হোটেলে ছিলেন স্থানীয় ও বিদেশীরাও ছিলেন। হোটেলে কমপক্ষে ৪৭টি ঘর ছিল। প্রায় প্রত্যেকটি ঘর ভর্তি ছিল। প্রবল ধোঁয়ার কারণে হোটেলের ভিতর ঢুকতে দমকল কর্মীদের অনেক সময় লেগে গিয়েছিল।

বিআরইউ