আবারও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী হলেন আলবানিজ

আন্তর্জাতিক ডেস্ক    প্রকাশিত: মে ৩, ২০২৫, ০৭:২২ পিএম
আবারও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী হলেন আলবানিজ
সিডনিতে অস্ট্রেলিয়ার নতুন প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ বিজয়ী ভাষণ দিচ্ছেন। ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার ফেডারেল নির্বাচনে লেবার পার্টির নেতা অ্যান্থনি আলবানিজ প্রধানমন্ত্রী হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন। সমর্থকদের উদ্দেশ্যে বিজয়ী ভাষণ প্রদানকালে আলবানিজ বলেছেন, তার দল জরিপে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। 

শনিবার (৩ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

লেবার পার্টির এই নেতা প্রধানমন্ত্রী হিসেবে পুনর্নির্বাচিত হওয়ার পর সিডনিতে তার সমর্থকদের উদ্দেশ্যে ভাষণে বলেছেন, ‘অস্ট্রেলিয়ানরা সংখ্যাগরিষ্ঠ লেবার সরকারকে নির্বাচিত করেছে। বিশ্বব্যাপী অনিশ্চয়তার এই সময়ে, অস্ট্রেলিয়ানরা আশাবাদী। নাগরিকরা অস্ট্রেলিয়ান পদ্ধতিতে বিশ্বব্যাপী চ্যালেঞ্জ মোকাবেলা করার সিদ্ধান্ত নিয়েছে।’

নির্বাচনের পর প্রধান বিরোধী দল লিবারেল পার্টির নেতা পিটার ডাটন আলবানিজকে অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন, আলবানিজকে তার নির্বাচনী জয়ের জন্য অভিনন্দন জানাতে ফোন করেছেন তিনি।

আল জাজিরা জানিয়েছে, লেবার প্রার্থী আলী ফ্রান্স, ডিকসন আসন জয়ের পর ডাটন প্রথম ফেডারেল বিরোধীদলীয় নেতা যিনি নির্বাচনে তার আসনে হেরেছেন।

দেশের জীবনযাত্রার ব্যয় এবং আবাসন সংকট নতুন প্রধানমন্ত্রী আলবানিজের নির্বাচনী প্রচারণায় প্রাধান্য পায়। তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অস্থির কূটনৈতিক নীতি নিয়ে দুশ্চিন্তায় থাকা অস্ট্রেলীয় ভোটারদের মধ্যে পরিবর্তনের প্রতি আগ্রহে ভাটা পড়লো। কারণ অস্ট্রেলিয়া যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র হলেনও শুল্ক আরোপে ছাড় দেননি ট্রাম্প।    

এছাড়া এবারের নির্বাচনে রক্ষণশীল প্রতিদ্বন্দ্বী পিটার ডাটনকে ‘ট্রাম্পের মতো একজন রক্ষণশীল নেতা’ হিসেবে তুলে ধরার চেষ্টা চালিয়েছে লেবার পার্টি। তাতে সফলও হয়েছে আলবানিজের দল।

অস্ট্রেলিয়ার স্থানীয় সময় শনিবার (৩ মে) সকাল আটটায় ভোট গ্রহণ শুরু হয়। ১ কোটি ৮০ লাখ ভোটারের মধ্যে রেকর্ড ৮০ লাখের বেশি ভোটার আগাম ভোট দিয়েছেন।

আরএস