দেহ ব্যবসা চালানোর অভিযোগে একটি অ্যাপার্টমেন্টে থেকে সাত নারীসহ ১২ প্রবাসীকে গ্রেপ্তার করেছে সৌদি আবর পুলিশ। সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় শহর নাজরান থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
সৌদি দৈনিক আল রিয়াদ এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
এই অভিযান পরিচালনা করে নাজরান পুলিশের স্পেশাল টাস্কস অ্যান্ড ডিউটিজ ফোর্স, যা সমন্বিতভাবে কাজ করেছে জেনারেল ডিরেক্টরেট অব কমিউনিটি সিকিউরিটি ও অ্যান্টি-হিউম্যান ট্র্যাফিকিং ইউনিটের সঙ্গে।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ‘পাবলিক নৈতিকতা লঙ্ঘন ও মানবপাচারবিরোধী কার্যক্রমের অংশ হিসেবেই এই অভিযান পরিচালনা করা হয়েছে।’
অভিযুক্ত সবাইকে হেফাজতে নেয়া হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শুরু হয়েছে। তবে অভিযুক্তদের জাতিগত পরিচয় বা তদন্তের বিস্তারিত এখনও প্রকাশ করেনি কর্তৃপক্ষ।
ইএইচ