পদ্মা সেতুর নাটবল্টু খোলা বায়েজিদের জামিন স্থগিত

মো. মাসুম বিল্লাহ প্রকাশিত: সেপ্টেম্বর ১৮, ২০২২, ০১:৩৮ পিএম
পদ্মা সেতুর নাটবল্টু খোলা বায়েজিদের জামিন স্থগিত

উদ্বোধনের পর পদ্মা সেতুর রেলিং থেকে নাটবল্টু খুলে টিকটক করা যুবক বায়েজিদ তালহাকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেছেন চেম্বার আদালত।

রোববার (১৮ সেপ্টেম্বর) সকালে বিশেষ চেম্বার আদালতের বিচারপতি এম. ইনায়েতুর রহিম আগামী ৩১ অক্টোবর পর্যন্ত জামিন স্থগিতের আদেশ দেন। 

এর আগে গত বুধবার বিচারপতি শেখ হাসান আরিফের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ তাকে জামিন দেয়।

এর আগে, গত ১৪ সেপ্টেম্বর বিচারপতি শেখ হাসান আরিফ ও বিশ্বজিৎ দেবনাথের হাইকোর্ট বেঞ্চ বায়েজিদ তালহাকে জামিন দেন। পরে জামিন স্থগিত চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ।

এর আগে বায়জিদ সেতুর নাটবল্টু খুলছেন এমন একটি ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়ে। এরই ভিত্তিতে তাকে ২৭ জুন রাজধানীর শান্তিনগর এলাকা থেকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) আটক করে।

তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়। পরে বাইজিদের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন শরীয়তপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়।

 

টিএইচ