নারী নির্যাতনের পৃথক তিন মামলায় তিন জনের কারাদণ্ড

আদালত প্রতিবেদক প্রকাশিত: জুন ১, ২০২৩, ০৫:৪২ পিএম
নারী নির্যাতনের পৃথক তিন মামলায় তিন জনের কারাদণ্ড

নারী নির্যাতনের পৃথক তিন মামলায় তিনজনকে কারাদণ্ড ও জরিমানা করেছেন দিয়েছেন আদালত। 

বৃহস্পতিবার (১ জুন) এসব রায় দেন ঢাকার নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৮ এর বিচারক বেগম মাফরোজা পারভীন। 

সাজাপ্রাপ্তদের ভেতর দু‍‍`জনকে যাবজ্জীবন ও একজনকে দুই বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। একইসাথে তাদের প্রত্যেককে দুই লাখ টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত। 

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত দু‍‍`জন হলেন- ভোলা জেলার ইলিশা ইলিশা ইউনিয়নের দক্ষিণ চরপাতা গ্রামের মো. কাশেমের ছেলে মো. বিল্লাল হোসেন এবং শরীয়তপুরের নড়িয়া উপজেলার বৈশাখীপাড়া গ্রামের সোহরাব হোসেনের পুত্র সাইদুল ইসলাম। তাদের উভয়কে দুইলাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডের রায় দেয়া হয়েছে। 

দুইবছর কারাদণ্ডের সাজা পাওয়া অপর আসামি হলেন-চাঁদপুর জেলার শাহরাস্তি থানার বিজয়পুর গ্রামের মৃত হারুনুর রশিদের ছেলে মো. হাসান ইমাম মজুমদার। কারাদণ্ডের পাশাপাশি তাকে দুইলাখ টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। 

মামলার চার্জশিট সূত্রে জানা যায়, যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত মো. বিল্লাল হোসেন ২০১৯ সালের ২৪ নভেম্বর ১১ বছর বয়সী এক শিশুকে ধর্ষণ করেন। উক্ত ঘটনায় রাজধানীর গুলশান থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগীর মা। এরপর এ মামলায় ২০২১ সালের ১৩ জানুয়ারি অভিযোগ গঠন করে বিচার শুরু করেন আদালত। 

যাবজ্জীবনপ্রাপ্ত অপর আসামি সাইদুল ইসলামের (২৭) বিরুদ্ধে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে ২০১৮ সালের ২১ জুলাই মিরপুর মডেল থানায় মামলা দায়ের করা হয়। এরপর এ মামলায় ২০২০ সালের ২০ আগস্ট অভিযোগ গঠন করেন আদালত। 

দুইবছর কারাদণ্ডপ্রাপ্ত অন্য আসামি মো. হাসান ইমাম মজুমদারের বিরুদ্ধে যৌতুক দাবির অভিযোগে ২০২২ সালের ৯ সেপ্টেম্বর মিরপুর মডেল থানায় অভিযোগ দায়ের করেন তার স্ত্রী। এরপর ২০২৩ সালের ১০ জানুয়ারি এ মামলায় অভিযোগ গঠন করেন ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক বেগম মাফরোজা পারভীন।

এইচআর