৬ দিনের রিমান্ডে মমতাজ, আদালত প্রাঙ্গণে ডিম-জুতা নিক্ষেপ

মানিকগঞ্জ জেলা প্রতিনিধি: প্রকাশিত: মে ২২, ২০২৫, ০৩:৫৪ পিএম
৬ দিনের রিমান্ডে মমতাজ, আদালত প্রাঙ্গণে ডিম-জুতা নিক্ষেপ

মানিকগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে পৃথক দুই মামলায় ৬ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২২ মে) দুপুরে মানিকগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে রিমান্ড শুনানি শেষে এই আদেশ দেওয়া হয়।

মমতাজের বিরুদ্ধে সিংগাইর থানায় দায়ের করা হত্যা মামলা এবং হরিরামপুর থানায় হামলা, মারধর ও ভাঙচুরের মামলায় পুলিশ মোট ১২ দিনের রিমান্ড চেয়েছিল। শুনানি শেষে আদালত দুটি মামলায় যথাক্রমে চার দিন ও দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ড শুনানি চলাকালে ও পরে আদালত প্রাঙ্গণে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। মমতাজকে আদালত থেকে প্রিজনভ্যানে তোলার সময় বিএনপির নেতাকর্মীরা তাকে লক্ষ্য করে ডিম ও জুতা ছোড়েন এবং স্লোগান দেন। এ সময় আদালত এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল।

পরে মমতাজকে প্রিজনভ্যানে করে গাজীপুরের কাশিমপুর কারাগারে নিয়ে যাওয়া হয়। এর আগে সকাল সাড়ে আটটায় কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে তাকে আদালতে হাজির করা হয়।

চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩ এর বিচারক আইভি আক্তার হরিরামপুরের মামলায় দুই দিনের রিমান্ড দেন। পরে বেলা সাড়ে ১১টার দিকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১ এর বিচারক মুহম্মদ আব্দুন নূর সিংগাইরের হত্যা মামলায় চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

কোর্ট ইন্সপেক্টর (ওসি) আবুল খায়ের বলেন, ‘২০১৩ সালে সিংগাইরে পুলিশের গুলিতে চার জন নিহতের ঘটনায় ২০২৪ সালের ২৫ অক্টোবর একটি হত্যা মামলা দায়ের করা হয়। অন্যদিকে হরিরামপুরে বিএনপির মিছিলে হামলা, ভাঙচুর ও মারধরের ঘটনায়ও আরেকটি মামলা রয়েছে।’

তিনি আরও জানান, দুটি মামলারই রিমান্ড শুনানি আজ অনুষ্ঠিত হয়। শুনানি শেষে আসামি মমতাজ বেগমকে কাশিমপুর কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে ঢাকার বিভিন্ন থানায় দায়ের হওয়া একাধিক মামলায় মমতাজ বেগম চার দিনের রিমান্ডে ছিলেন। সেখান থেকে রিমান্ড শেষে তাঁকে কাশিমপুর কারাগারে পাঠানো হয়।

বিআরইউ