‘জুলাই উইমেন্স ডে’ উপলক্ষে কেন্দ্রীয় শহিদ মিনারে চলচ্চিত্র প্রদর্শনী, জুলাইয়ের গান ও ড্রোন শো

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: জুলাই ১৩, ২০২৫, ০৬:৩৭ পিএম
‘জুলাই উইমেন্স ডে’ উপলক্ষে কেন্দ্রীয় শহিদ মিনারে চলচ্চিত্র প্রদর্শনী, জুলাইয়ের গান ও ড্রোন শো

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে মাসব্যাপী "জুলাই পুনর্জাগরণ" অনুষ্ঠানমালার অংশ হিসেবে ‘জুলাই উইমেন্স ডে’ উপলক্ষে আগামীকাল সোমবার সন্ধ্যা ৬টায় কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত হতে যাচ্ছে চলচ্চিত্র প্রদর্শনী, সাংগীতিক পরিবেশনা এবং ড্রোন শো।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে অনুষ্ঠানের সূচনা হবে সন্ধ্যা ৬টায় জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে। 

শুরুতেই প্রদর্শিত হবে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় প্রযোজিত, ‘জুলাইয়ের শহীদ নারীদের’ ওপর নির্মিত একটি টিভিসি।

এরপর প্রদর্শিত হবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় প্রযোজিত তিনটি চলচ্চিত্র- You Failed to Kill Abrar Fahad, জুলাই ওমেন ও জুলাই বিষাদসিন্ধু।

অনুষ্ঠানে থাকবে জুলাই শহীদ পরিবারের নারীদের এবং জুলাই নারী যোদ্ধাদের স্মৃতিচারণ পর্ব। 

এছাড়া জুলাই উপলক্ষে সংগীত পরিবেশন করবেন শিল্পী সায়ান, পারসা মাহজাবিন, এলিটা করিম এবং ব্যান্ডদল ইলা লা লা, এফ মাইনর ও সমগীত।

সাংগীতিক পরিবেশনার পর রাত ১০টায় শুরু হবে "জুলাই গণঅভ্যুত্থান ও প্রিলিউড" ভিত্তিক বিশেষ ড্রোন শো।
রাত ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে ‘জুলাই কন্যাদের প্রতিরোধের গর্জন’ প্রতিধ্বনিত হবে।

আয়োজকরা জানিয়েছেন, অনুষ্ঠানে দেশের সকল স্কুল, কলেজ, পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ সর্বস্তরের নারীদের অংশগ্রহণ বিশেষভাবে প্রত্যাশা করা হচ্ছে।

ইএইচ