প্রাণিসম্পদ উপদেষ্টা

কীটনাশক ব্যবহারে নীতি গ্রহণ করতে হবে

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: মে ৫, ২০২৫, ০৩:৩৪ পিএম
কীটনাশক ব্যবহারে নীতি গ্রহণ করতে হবে

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, অতিরিক্ত কীটনাশক ব্যবহারের কারণে মাছ ও ফসল দূষিত হচ্ছে। তাই কীটনাশক ব্যবহারে নীতি গ্রহণ করতে হবে। উৎপাদন বৃদ্ধি করতে গিয়ে আধুনিক কৃষির নামে মাটি ও পানির উর্বরতা ধ্বংস করা হচ্ছে।

সোমবার (৫ মে) সকালে রাজধানীর একটি হোটেলে কৃষি, খাদ্য নিরাপত্তা ও প্রাণ-প্রকৃতি সম্মেলনে তিনি এসব কথা বলেন।

অতি মুনাফাকে প্রাধান্য না দিয়ে প্রাণ-প্রকৃতির রক্ষা করে কৃষিকাজ চালাতে বিভিন্ন শিল্পগোষ্ঠীর প্রতি আহ্বানও জানিয়েছেন প্রাণিসম্পদ উপদেষ্টা।

ফরিদা আখতার আরও বলেছেন, খাদ্য সংকট হলেই আমদানি করে বাণিজ্য মন্ত্রণালয়। তবে পণ্য উৎপাদনে জোর না দিয়ে আমদানি করলে কৃষক ক্ষতিগ্রস্ত হয়।

আরএস