সাতক্ষীরার তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপা রাণী সরকারের সঙ্গে মতবিনিময় করেছেন উপজেলা পানি কমিটির সাধারণ সম্পাদক মীর জিল্লুর রহমান। এ সময় তিনি দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জলাবদ্ধতা নিরসনে করণীয় বিষয়ক স্মরণিকা ও পুস্তিকা প্রদান করেন।
মঙ্গলবার দুপুরে ইউএনও কার্যালয়ে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাইনউদ্দীন, তালা সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আশরাফ হোসেন এবং উপজেলা পানি কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।
মীর জিল্লুর রহমান বলেন, “তালা উপজেলাসহ দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জলাবদ্ধতা নিরসনে বেসরকারি উন্নয়ন সংস্থা 'উত্তরণ'-এর সহযোগিতায় কেন্দ্রীয় ও উপজেলা পানি কমিটি ১৯৮৮ সাল থেকে কাজ করছে। এর ধারাবাহিকতায় উত্তরণের নিজস্ব অর্থায়নে গত বছর কপোতাক্ষ ও শালতা নদীর অববাহিকায় তেতুলিয়া, খলিলনগর, মাগুরা, খলিসখালী, জালালপুর ও খেশরা ইউনিয়নে সংযোগ খাল পরিষ্কার, নেটপাটা অপসারণ ও সংস্কার করা হয়।”
তিনি আরও বলেন, “তালা উপজেলাকে জলাবদ্ধতা থেকে মুক্ত রাখতে সকল সংযোগ খাল পরিষ্কার, দখলমুক্ত ও নেটপাটা অপসারণ করা অত্যন্ত জরুরি।”
মতবিনিময়কালে ইউএনও দীপা রাণী সরকার বলেন, “সমস্যা তৈরি হওয়ার পর সমাধানের চেষ্টা করে লাভ নেই—সমস্যা হওয়ার আগেই পদক্ষেপ নিতে হবে। এ বিষয়ে যেসব ব্যক্তি ও সংস্থা কাজ করছে, সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আমি দ্রুতই এলাকা পরিদর্শনে যাব এবং পরে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।”
ইএইচ