‘৩১ জুলাইয়ের মধ্যে যদি জুলাই ঘোষণাপত্র না আসে, ঢাকামুখী বিক্ষোভ’

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশিত: জুলাই ১৮, ২০২৫, ০৭:০৭ পিএম
‘৩১ জুলাইয়ের মধ্যে যদি জুলাই ঘোষণাপত্র না আসে, ঢাকামুখী বিক্ষোভ’

নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ)-এর আহ্বায়ক আলি আহসান জুনায়েদ বলেছেন, “৩১ জুলাইয়ের মধ্যে যদি ‘জুলাই ঘোষণাপত্র’ এবং ‘জুলাই সনদ’ প্রকাশ না করা হয়, তাহলে ১ আগস্ট ঢাকামুখী বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে।”

তিনি বলেন, “ছাত্র-জনতার রক্তের ওপর দাঁড়ানো সরকার যদি শহীদ ও আহত জুলাই যোদ্ধাদের যথাযথ স্বীকৃতি দিতে ব্যর্থ হয়, তাহলে ‘ইন্টেরিম সরকার’কে আমাদের দেওয়া প্রতিটি প্রতিক্রিয়ার দায় বহন করতে হবে।”

শুক্রবার সকালে চট্টগ্রামের লোহাগাড়ায় ছিদ্দিক আহমদ আজাদ শাহ এবং শহীদ ইশমামের কবর জিয়ারতের পর বটতলী স্টেশনে বিক্ষোভ মিছিল ও জনসংযোগ শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে এসব কথা বলেন তিনি।

জুনায়েদ বলেন, “আমরা ইন্টেরিম সরকারের কাছে আশা করব, ১ আগস্টের আগেই ‘জুলাই ঘোষণাপত্র’ এবং ‘জুলাই সনদ’ প্রকাশ করা হবে। নয়তো ছাত্র-জনতা দুর্বার গণআন্দোলন গড়ে তুলবে। শহীদ ও আহতদের স্বীকৃতির জন্য আমাদেরকে রাজপথে নামতে হবে কেন? আপনারা তো আমাদের রক্তের আত্মত্যাগের ওপর দাঁড়িয়ে আছেন। কোনো নির্বাচনে আসেননি, জনগণের ম্যান্ডেটে এসেছেন—এটা আপনাদের বোঝা উচিত।”

তিনি আরও বলেন, “বাংলাদেশ থেকে দুর্নীতি, চাঁদাবাজি ও বৈষম্য চিরতরে দূর করতে হবে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত ও কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে।”

সমাবেশে চট্টগ্রাম দক্ষিণ জেলা আপ বাংলাদেশের কমিউনিকেশন টিম প্রধান ইঞ্জিনিয়ার মো. আরিফুল ইসলামের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির মুখপাত্র শাহরিন সুলতানা ইরা, কেন্দ্রীয় সদস্য ও চট্টগ্রাম অঞ্চল তত্ত্বাবধায়ক ফায়াজ সাহেদ, সদস্য মুত্তাকী বিন মনির, বকতিয়ার মোজাহিদ সিয়াম, মিনহাজ উদ্দিন রেজভি, মহানগর সংগঠক হুজ্জাতুল্লাহ আবির প্রমুখ।

ইএইচ