তারেক রহমান

সম্মিলিত প্রচেষ্টায় প্রত্যাশার বাংলাদেশ গড়া সম্ভব

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: আগস্ট ৯, ২০২৫, ০৮:৩৩ পিএম
সম্মিলিত প্রচেষ্টায় প্রত্যাশার বাংলাদেশ গড়া সম্ভব

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে মানুষের প্রত্যাশার বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

শনিবার দুপুরে রাজধানীর কাকরাইলের উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অডিটরিয়ামে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর জাতীয় সম্মেলন ২০২৫-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তারেক রহমান বলেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রামের ধারাবাহিকতায় ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ৫ আগস্ট স্বৈরশাসকের বিদায়ের পর জনগণ স্বস্তির নিশ্বাস ফেলেছে। এ বিদায়ের পর দেশের পুনর্গঠন ও নতুন বাংলাদেশ বিনির্মাণের প্রত্যাশা তৈরি হয়েছে।

তিনি আরও বলেন, “আমরা বিশ্বাস করি, সবাই একসঙ্গে কাজ করলে সেই প্রত্যাশার বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।”

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জবিউল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্বাগত বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।

এ ছাড়া বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও প্রধান নির্বাচন কমিশনার বিজন কান্তি সরকার, সভাপতি পদপ্রার্থী অধ্যাপক ডা. হারুন আল রশিদ এবং সভাপতি পদপ্রার্থী ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ডা. এ কে এম আজিজুল হক।

অনুষ্ঠানে ৩১ দফা বাস্তবায়নের বিশেষ করে স্বাস্থ্য খাতের দফাগুলো সফল করতে চিকিৎসকদের সহযোগিতা কামনা করেন তারেক রহমান।

ইএইচ