নাহিদ ইসলাম

আজ রাতেই আওয়ামী লীগের বিষয়ে ফয়সালা হবে

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: মে ৯, ২০২৫, ১২:৫৮ এএম
আজ রাতেই আওয়ামী লীগের বিষয়ে ফয়সালা হবে

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, “জুলাইয়ে আমাদের প্রতিশ্রুতি ছিল খুনিদের বিচার এবং মুজিববাদীরা বাংলার মাটিতে আর কখনও রাজনীতি করতে পারবে না। আজ রাতেই আওয়ামী লীগের বিষয়ে ফয়সালা হবে।”

বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

ফেসবুক পোস্টে নাহিদ ইসলাম অভিযোগ করেন, “আমরা দেখতে পাচ্ছি যে ফ্যাসিস্ট ও খুনি আওয়ামী লীগের বিচার নিয়ে টালবাহানা করা হচ্ছে। দলটির নিবন্ধন বাতিল এবং রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করার বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। বরং আসামিদের জামিন দেওয়া হচ্ছে এবং অবৈধ সরকারের রাষ্ট্রপতিকে চোখের সামনে দেশত্যাগ করতে দেওয়া হয়েছে। এতে সরকারের প্রতি আমাদের আস্থাহীনতা তৈরি হয়েছে।”

তিনি আরও লেখেন, “আওয়ামী লীগের বিচার, নিবন্ধন বাতিল এবং দলটিকে নিষিদ্ধ করার বিষয়ে স্পষ্ট রোডম্যাপ না আসা পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না।”

আন্দোলনের প্রতি সবার প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “সবাই রাজপথে চলে আসুন। জুলাইয়ে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী আমরা আমাদের সকল শক্তি, শহীদ পরিবার ও আহতদের নিয়ে এই আন্দোলন চালিয়ে যাবো। বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত সংগ্রাম চলবে।”

ইএইচ