প্রধান উপদেষ্টাকে সর্বদলীয় বৈঠক ডাকার আহ্বান জামায়াতের

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: মে ২৩, ২০২৫, ১২:১৬ এএম
প্রধান উপদেষ্টাকে সর্বদলীয় বৈঠক ডাকার আহ্বান জামায়াতের

দেশের বর্তমান সংকটময় পরিস্থিতি থেকে উত্তরণের লক্ষ্যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মাদ ইউনূসকে একটি সর্বদলীয় বৈঠক আহ্বানের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।

বৃহস্পতিবার রাতে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগের পরিচালক মুজিবুল আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ওইদিন বিকালে রাজধানীতে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে দলটির আমীর ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন এবং দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিশদ আলোচনা হয়।

বৈঠকে জামায়াতে ইসলামীর আমীর বর্তমান রাজনৈতিক অস্থিরতা ও উত্তেজনার মধ্যে একটি গ্রহণযোগ্য ও শান্তিপূর্ণ সমাধান খুঁজে বের করার লক্ষ্যে প্রধান উপদেষ্টাকে সর্বদলীয় সংলাপের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

ইএইচ