মুফতি আমির হামজাকে জামায়াতের এমপি প্রার্থী ঘোষণা

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: মে ২৫, ২০২৫, ০৯:৪৫ পিএম
মুফতি আমির হামজাকে জামায়াতের এমপি প্রার্থী ঘোষণা

আগামী জাতীয় নির্বাচনে কুষ্টিয়া-৩ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে ইসলামি বক্তা আমির হামজার নাম ঘোষণা করা হয়েছে।

শনিবার বিকেলে কুষ্টিয়ার আব্দুল ওয়াহিদ অডিটোরিয়ামে আনুষ্ঠানিকভাবে তাকে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়। 

কুষ্টিয়া জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মো. আব্দুল গফুর বিষয়টি নিশ্চিত করেছেন। 

জামায়াতে ইসলামীর জেলা সেক্রেটারি সুজাউদ্দিন জোয়ার্দ্দারের সঞ্চালনায় অনুষ্ঠানে কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসেন জামায়াতের প্রার্থী হিসেবে আমির হামজার নাম ঘোষণা করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি মোবারক হোসেন বলেন, “আমরা এই আসনে যে প্রার্থী (আমির হামজা) দিয়েছি তিনি শুধু দেশের মধ্যেই সীমাবদ্ধ নয়, তিনি আন্তর্জাতিকভাবে একজন পরিচিত প্রার্থী। সুতরাং আমার ধারণা, আপনাদের কাজ করতে আরও সহজ হবে। মানুষের দ্বারে গিয়ে তার কথা স্বতঃস্ফূর্তভাবে বলতে পারবেন।”

ওয়াজে ভারতীয় নায়িকা রাশমিকার সৌন্দর্যের বর্ণনা, ক্ষমা চাইলেন আমির হামজাওয়াজে ভারতীয় নায়িকা রাশমিকার সৌন্দর্যের বর্ণনা, ক্ষমা চাইলেন আমির হামজা প্রার্থীতা ঘোষণা অনুষ্ঠানে জেলা জামায়াতের আমীর অধ্যাপক আবুল হাশেমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মোবারক হোসেন। 

এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-কুষ্টিয়া অঞ্চলের টিম সদস্য আলমগীর বিশ্বাস, অধ্যাপক খন্দকার এ কে এম আলী মহসীন।

ইএইচ